সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খাইরুল দেওয়ান জুলাই সনদে স্বাক্ষর করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৮ অক্টোবর ‘Md. Jashim Uddin’-নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "কয়েকশ নোবেল ভেসে যাবে কিন্তু জুলাই CDI সনদে সাইন করা খাইরুল দেওয়ান ঠিকই ইতিহাসে জায়গা করে নিবে।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব নয়। জুলাই সনদে স্বাক্ষরের দৃশ্য বলে প্রচারিত এই ভিডিওটি বাস্তবে ধারণ করা কোনো দৃশ্যের নয় বরং এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে স্যাট্যায়ার পেজ থেকে ভিডিওটি বিনোদনমূলক আধেয় হিসেবে প্রচার করা হলেও পরবর্তীতে এটি বিভিন্ন অ্যাকাউন্ট-পেজ থেকে বাস্তবে ধারণ করা ভিডিও হিসেবে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিবিসি বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচ্য কি-ফ্রেমের ছবির দৃশ্যপটের সাথে একটি দৃশ্য ব্যতীত হুবহু মিল রয়েছে এমন একটি ছবি পাওয়া যায়। দেখুন--
গণমাধ্যমে প্রাপ্ত ছবির সাথে (বামে) ফেসবুকে প্রচারিত আলোচ্য ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
দেখা যাচ্ছে জুলাই জাতীয় সনদে প্রধান উপদেষ্টা'র স্বাক্ষর সময়ের ছবি সম্পাদনা করে ভিডিওটি তৈরি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবি থেকে ভিডিও কিংবা ছবির আধেয় পরিবর্তন করে ভিডিও তৈরি করা হচ্ছে।
ভিডিওতে কিছু অস্বাভাবিক দৃশ্যও দেখা গেছে যা অনেক ক্ষেত্রে এআই তৈরি ভিডিওতে দেখা যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার সামনে রাখা টিস্যুবক্সকে অস্বাভাবিকভাবে মুড়িয়ে ফেলতে দেখা যায়।
এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকরণ টুল 'DeepFake-o-meter'-এর মাধ্যমে যাচাই করলেও টুলটি মিশ্র প্রতিক্রিয়াযুক্ত ফলাফল দিয়েছে। টুলটির অন্তত ৭টি ডিটেকশন মেথডেই ভিডিওটি অধিকতর সম্ভাব্য এআই দ্বারা তৈরি বলে ফলাফল পাওয়া গেছে। দেখুন--
৭টি মেথডের মধ্যে দুইটি মেথডের ফলাফলের স্ক্রিনশটের কোলাজ দেখুন--
অর্থাৎ ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি।
সুতরাং সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে সম্পাদনা করে তৈরি একটি ভিডিওকে বাস্তবে দেওয়া বক্তব্যের বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।