HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এটি কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার পাওয়া ইরানি ছবির দৃশ্য নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি উজবেকিস্তানের একটি নাটিকার দৃশ্য, এইবার কান উৎসবে কোনো ইরানি ছবি পুরস্কার পায়নি।

By - Md Abdullah Khan | 6 Jun 2022 1:46 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এই ইরানি শর্ট ফিল্মটি এ বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার পেয়েছে। নির্বাক ছবিটিতে বাবার গল্প দেখানো হয়েছে যার মেয়ে দৃষ্টিহীন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১ জু 'Julekha Khatun Suma' নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "পাঁচ মিনিটের ইরানের ছবি। দেখার মতো । এবছর কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার পেয়েছে।" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। মূলত এটি উজবেকিস্তানের একটি নাটিকার দৃশ্য। এছাড়া, কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার পাওয়ার দাবিটিও ভিত্তিহীন।

ফেসবুক ভিডিওর উপরের অংশে 'ZO'R TV'-এর লোগো দেখতে পাওয়া যায়। এই সূত্র অনুসরণ করে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর, ZO'R TV নামে উজবেকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইউটিউব একাউন্টে ২০১৯ সালের ৭ ডিসেম্বর ' 'Aristokratlar-Ota' শিরোনামে প্রকাশ করা মূল ভিডিওটি খুঁজে পাওয়া গেছে। টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে 'Aristokratlar' মূলত উজবেক টেলিভিশন ZO'R TV এর একটি জনপ্রিয় অনুষ্ঠান। সিজন অনুসারে এটি নানান বিষয়ের উপর নাটিকা মঞ্চস্থ করে থাকে। মূল ভিডিওটি দেখুন--

Full View

ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--

ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশট (ডানে)

ভিডিওটি যে উজবেকস্থানি নাটিকার দৃশ্য এর আরেকটি প্রমাণ হলো ইউটিউবে পাওয়া মূল ভিডিওর শুরুতে উজবেক অভিনেতা জাহোঙ্গীর জোজায়েভকে (jahongir xo'jayev) সঞ্চলনা করতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--

ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট 

 জাহোঙ্গীর জোজায়েভ-এর ইন্সটাগ্রাম একাউন্ট দেখুন-- 

অর্থাৎ এটি ইরানি ছবি নয় বরং ZO'R TV-তে প্রচারিত একটি উজবেক নাটিকা। এছাড়া নাটিকাটি Sariq Bola Tv নামের আরেকটি ইউটিউব চ্যানেলেও খুঁজে পাওয়া গেছে।

Full View


কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার পাওয়ার দাবিটিও ভিত্তিহীন

কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে ৭৫তম আসরের পুরস্কারজয়ী পূর্নদৈর্ঘ্য (Feature Films) ও স্বল্পদৈর্ঘ্য (Short films) চলচ্চিত্রের নাম হিসাবে ট্রায়াংগেল অব স্যাডনেস (Triangle of Sadness) ও দ্যা ওয়াটার মার্মস (The Water murmurs) নামের দুইটি ছবি। এরমধ্যে কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন পাম বা পাম ডি'অর (Palme d'or) পেয়েছে ট্রায়াংগেল অব স্যাডনেস নামের চলচ্চিত্রটি। এর কোনোটিই ইরানি চলচ্চিত্র নয়। জনপ্রিয় ম্যাগাজিন Forbes -এর প্রতিবেদন দেখুন। স্ক্রিনশট দেখুন--


সুতরাং উজেবক নাটিকাকে কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার পাওয়া ইরানি ছবি দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Related Stories