HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি আসামের, বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের নয়

বুম বাংলাদেশ দেখেছে, তফসিলভুক্তির দাবিতে আসামের তিনিচুকীয়ায় উপজাতিদের করা মশাল মিছিলের আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva | 30 Oct 2025 10:35 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি আওয়ামী লীগের মিছিল চলাকালে ধারণ করা হয়েছে। এরকম একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে

গত ২৬ অক্টোবর 'Md Monsur Alam' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "আওয়ামী লীগের মিছিল দেখলে সবার রাতের ঘুম হারাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের নয়। প্রকৃতপক্ষে আসামের তিনিচুকীয়া নামক স্থানে গত ১২ সেপ্টেম্বর দেশটির ম্রো উপজাতির সদস্যরা নিজেদেরকে তফসিলভুক্ত উপজাতি হিসেবে স্বীকৃতির দাবিতে মশাল মিছিল করে। ভিডিওটি ওই মশাল মিছিলের।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Senapati Today' নামে ভারতের মণিপুর রাজ্য থেকে পরিচালিত একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, "The torch rally in Tinsukia on 2 Sept 2025 organized by the All Moran Students’ Union (AMSU) demanding Scheduled Tribe (ST) status again and Greater Autonomy- to upgrade the existing Moran Autonomous Council to a Sixth Schedule Council. They also threatened economic embargo in Assam if the govt do not fulfill their demand.. (তফসিলি উপজাতি (ST) মর্যাদা পুনরায় এবং বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনিচুকীয়ায় মশাল মিছিল আয়োজন করে অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন (AMSU)। এই মিছিলে বিদ্যমান মোরান স্বায়ত্তশাসিত কাউন্সিলকে ষষ্ঠ তফসিলি কাউন্সিলে উন্নীত করার দাবি জানানো হয়। সরকার যদি তাদের দাবি পূরণ না করে, তাহলে আসামে অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকিও দেওয়া হয়।)"। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


আরো সার্চ করে 'Saral Vyangya' নামে একটি এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে ১৩ সেপ্টেম্বর পোস্ট করা পোস্টে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টটিতে বলা হয়, "क्या आपको मीडिया ने बताया कि असम में भारी संख्या में लोग मोदी जी का विरोध कर रहे हैं 🔥🔥 (মিডিয়া কি আপনাকে বলেছে যে আসামে বিপুল সংখ্যক মানুষ মোদীজির বিরুদ্ধে প্রতিবাদ করছে? -অনূদিত)"। এক্স পোস্টটি দেখুন--

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে ভারত থেকে পরিচালিত গণমাধ্যম 'Indiathisweek'-এ গত ১২ সেপ্টেম্বর "Massive Assam Protest by Students Intensify Over ST Status Demand" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "Assam witnessed fresh turmoil this week as protests demanding Scheduled Tribe (ST) status for the Koch-Rajbongshi community spiraled into violence in Dhubri’s Golakganj. What began as a peaceful torchlight rally ended in clashes after an alleged police crackdown, leaving several injured and sparking widespread outrage. (কোচ-রাজবংশী সম্প্রদায়ের জন্য তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবিতে ধুবরির গোলকগঞ্জে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। আসামে এই সপ্তাহে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। শান্তিপূর্ণ মশাল মিছিলের মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভ পুলিশি দমন-পীড়নের পর সংঘর্ষে পরিণত হয়, যার ফলে বেশ কয়েকজন আহত হন এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।)"। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে জানা যায়, ভারতের আসাম রাজ্যের ম্রো, অহম, মোতকসহ আরো অনেকগুলো উপজাতির সদস্যরা দীর্ঘদিন ধরে নিজেদেরকে তফসিলভুক্ত উপজাতির সদস্য হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন।

তবে ভারতের আসামের এই মশাল মিছিলের ভিডিওটিকে এডিট করে আওয়ামী লীগের দলীয় স্লোগান যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে। অরিজিনাল ভিডিওতে আওয়ামী লীগের দলীয় স্লোগানের অডিও শোনা যায়নি বরং ভিন্ন স্লোগান শোনা যাচ্ছে, যা স্পষ্ট নয়।

অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মূলত, ভারতের আসাম রাজ্যের তিনিচুকীয়া নামক স্থানে রাজ্যটিতে বসবাসরত উপজাতিরা তফসিলভুক্তির দাবিতে মশাল মিছিল করার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

সুতরাং আসামের তিনিচুকীয়ায় তফসিলভুক্তির দাবিতে উপজাতিদের করা মশাল মিছিলের ভিডিওকে বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories