সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি গাজীপুরে আওয়ামী লীগের মিছিল চলাকালে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৯ সেপ্টেম্বর 'প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা' নামে একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "গাজীপুরে পুলিশের শত বা'ধা ভে'ঙে রাস্তায় ঝ'ড় তুললো আওয়ামী লীগ,চারদিক কেঁপে উঠলো..."। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২৩ সালের ২১ জুন বিএনপির খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল ও সমাবেশ করার সময়ে ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের ২১ জুন parbattanews নামে চট্টগ্রাম ভিত্তিক সংবাদ প্রচার করে এমন একটি অনলাইন পোর্টালের ওয়েবসাইটে "খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিএনপির সমাবেশ" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "খাগড়াছড়িতে পুলিশের তিন দফা ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এসময় পুলিশে সাথে দফায় দফায় হাতাহাতি, ধস্তাধস্তি ও ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। বুধবার (২১ জুন) দুপুর ১২টায় কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।" স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ২০২৩ সালের ২১ জুন parbattanews এর ইউটিউব চ্যানেলে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ডেস্ক্রিপশনে লেখা থাকতে দেখা যায়, "খাগড়াছড়িতে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল-সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বুধবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা বিএনপি।" ইউটিউব ভিডিওটি দেখুন--
পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২১ জুন অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ মিছিলের সংবাদ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি আওয়ামী লীগের করা সাম্প্রতিক কোনো মিছিলের সময়ে নয় বরং ২০২৩ সালের ২১ জুন বিএনপির খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙে করা বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময়ে ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং ২০২৩ সালে সংঘটিত বিএনপির মিছিলের ভিডিও শেয়ার করে ভিডিওটি আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।