HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ময়ূরছানার ছবিটি এআই টুল দিয়ে তৈরি

বুম বাংলাদেশ দেখেছে, সময়ের আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের সাহায্যে ময়ূরছানার এই ছবিটি তৈরি করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 24 May 2023 7:44 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি ময়ূরছানার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে ও এখানে

গত ১২ মে 'Look over with Nirob' নামে একটি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বলা হয়, 'ময়ূরছানা🥰😍'। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


গত ১৪ মে 'Nasrin Akter Ayesha' নামের একটি আইডি থেকে করা আরেকটি পোস্টের স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে ছবিটি বাস্তব। পাশাপাশি পোস্টগুলো দেখলে ফেসবুক ব্যবহারকারীরা স্বাভাবিকভাবেই মনে করতে পারেন ছবিটি ময়ূরছানার বাস্তব ছবি।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে ময়ূরছানার ছবিটি বাস্তব নয় বরং সময়ের আলোচিত এআই (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন ফটো স্টকার ওয়েবসাইট এডোব স্টকে 'Baby peacock' শিরোনামে একটি কালেকশনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির বর্ণনা অংশ থেকে জানা যায়, হাতোরু নামের একটি এআইভিত্তিক ছবি তৈরিকারক আইডি থেকে আলোচ্য ছবিটি পোস্ট করা হয়। এছাড়াও, ছবিটির বর্ণনা অংশে 'Generated with AI' লেখা থাকতে দেখা যায়। অর্থ্যাৎ ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, বার্ডফ্যাক্ট নামে আরেকটি ওয়েবসাইটে 'Baby Peacocks: All You Need To Know (with Pictures)' শিরোনামের একটি নিবন্ধেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধ থেকে জানা যায়, সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওই ময়ূরছানার ছবিটি ভাইরাল হয়। তবে, ওই নিবন্ধে এটাও নিশ্চিত করা হয় যে, ময়ূরছানার ওই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা। স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ আলোচ্য পোস্টে ময়ূরছানার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা।

সুতরাং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ময়ূরছানার ছবিকে বিভ্রান্তিকরভাবে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Related Stories