HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইউক্রেনের আত্মসমর্পণের সংবাদটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, ফেসবুক পোস্টের ক্যাপশনে ইউক্রেনের আত্মসমর্পণের দাবি করা হলেও সংবাদের ভিতরে সেরকম ঘটনার উল্লেখ নেই।

By - Ummay Ammara Eva | 24 May 2023 4:59 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে খবরের আদলে তৈরি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, আত্মসমর্পণ করেছে ইউক্রেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১৬ মে 'বেলারুশ দখলে নিলো রাশিয়া আত্মসমাপন্ন করলো ইউক্রেন | আজকের আন্তর্জাতিক খবর ১৬/০৫/২০২৩'। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ, ওই পোস্টে দাবি করা হচ্ছে, ইউক্রেন আত্মসমর্পণ করেছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে ইউক্রেনের আত্মসমর্পণের দাবি করা হলেও সংবাদের ভিতরে ইউক্রেনের আত্মসমর্পণের কোনো ঘটনার উল্লেখ নেই।

সংবাদের আদলে তৈরি আলোচ্য ফেসবুক পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পোস্টটির ১১ থেকে ১৬ সেকেন্ডে শিরোনাম হিসেবে বলা হয়, "আমরা রাশিয়ায় কোনো আক্রমণ করছি না, শুধু হামলার প্রতিরোধ করছি- বললেন ভোলোদিমির জেলেনস্কি"। পরবর্তীতে, সংবাদটির ২ মিনিট ৩৮ সেকেন্ড থেকে ৩ মিনিট ৫৬ সেকেন্ডে গিয়ে সংবাদ উপস্থাপককে ভলোদিমির জেলেনস্কির করা উক্ত মন্তব্য নিয়েই বলতে শোনা যায়। তবে, পুরো সংবাদে ইউক্রেনের আত্মসমর্পণের কোনো সংবাদের উল্লেখ ছিলো না।

কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৫ মে 'আমরা রাশিয়ার ভূখণ্ডে হামলা করছি না: জেলেনস্কি'  শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, জার্মানি সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কোনো পরিকল্পনা ইউক্রেনের নেই। তবে, ওই প্রতিবেদনে ইউক্রেনের আত্মসমর্পণের ব্যাপারে কিছু বলা হয়নি। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, দৈনিক পত্রিকা ইত্তেফাকের অনলাইন ভার্সনে 'রাশিয়ায় হামলা চালাবে না ইউক্রেন: জেলেনেস্কি' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এছাড়াও, অনলাইন পোর্টাল নিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইটে 'রাশিয়ায় হামলা করছে না ইউক্রেন: জেলেনস্কি' শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উভয় প্রতিবেদন থেকে জানা যায় একই তথ্য, অর্থ্যাৎ, ইউক্রেন রাশিয়ায় হামলা চালাবে না। তবে, কোনো প্রতিবেদনেই রাশিয়ার কাছে ইউক্রেনের আত্মসমর্পণের সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও ইউক্রেনের স্থানীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে ইউক্রেনের আত্মসমর্পণের কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং ইউক্রেনের রাশিয়ায় হামলা না করার সংবাদের সাথে ইউক্রেনের আত্মসমর্পণের চটকদার শিরোনাম দিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories