HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কণ্ঠশিল্পী পড়শীকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার খবরটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৬ সালে নাটোরের বড়াইগ্রামের ওই ঘটনাকে সাম্প্রতিক হিসেবে পুনরায় অপ্রাসঙ্গিকভাবে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 24 Nov 2022 10:02 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে বলা হচ্ছে, কণ্ঠশিল্পী পড়শীকে উত্তেজিত জনতা স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ২১ নভেম্বর 'Swadesh News' নামে একটি ফেসবুক পেজে অখ্যাত অনলাইন পোর্টালের ওই লিংক পোস্ট করে লেখা হয়, "পড়শীকে স্টেজ থেকে নামিয়ে দিলেন উত্তেজিত জনতা!"। খবরটিও হুবহু একই শিরোনামে প্রকাশ করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


সংবাদটির লিংকে গিয়ে বিস্তারিত অংশে দেখা যায়, সংবাদটির ডেটলাইন অর্থাৎ প্রকাশের সময়কাল উল্লেখ নেই। তবে সংবাদটির মূল অংশে লেখা আছে, "সোমবার, ২২ ফ্রেব্রুয়ারি রাতে নাটোরের বড়াইগ্রামে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের আমন্ত্রণে সেখানকার পৌরসভা মাঠে এক কনসার্টে গাইতে গিয়েছিলেন ক্ষুদে গানরাজ খ্যাত এই কণ্ঠশিল্পী।" স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ এই বর্ণনা থেকে বোঝা যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নাটোরে ঘটনাটি ঘটে। এছাড়া ফেসবুক ব্যবহারকারীরাও ঘটনাটিকে সাম্প্রতিক মনে করে উক্ত ফেসবুক পোস্টে মন্তব্য করতে দেখা গেছে। 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কণ্ঠশিল্পী পড়শীকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার ঘটনাটি সাম্প্রতিক নয়। এমনকি এটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসেরও নয় বরং ২০১৬ সালের ঘটনা।

কি-ওয়ার্ড সার্চ করে, 'gonews24.com' নামের একটি ওয়েবসাইটে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি "পড়শীকে স্টেজ থেকে নামিয়ে দিলেন উত্তেজিত জনতা!" অর্থ্যাৎ আলোচ্য খবরটির হুবহু একই শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--


বুম বাংলাদেশ দেখেছে, 'gonews24.com' এর উক্ত খবরটিকে শিরোনামসহ হুবহু কপি করে আলোচ্য খবরটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। গোনিউজের স্ক্রিনশট ও আলোচ্য ফেসবুক পোস্টের খবরটির স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--

গোনিউজের স্ক্রিনশট (বামে) ও ফেসবুকে প্রচারিত খবরটির স্ক্রিনশট (ডানে)

এছাড়াও, ২০১৬ সালের ওই ঘটনার পরে এ সংক্রান্ত খবর প্রকাশ করে এমটিনিউজ২৪ডটকমহাওরবার্তা

অর্থ্যাৎ কণ্ঠশিল্পী পড়শীকে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার ঘটনাটি ২০১৬ সালের।

সুতরাং ৬ বছরেরও অধিক পুরোনো একটি খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories