সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, আগামী ১ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারে সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ জুলাই 'Pramanik Paradise' নামে একটি ফেসবুক পেজে পোস্ট করে বলা হয়, "আগামী ১ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে!" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ছুটি বাতিলের তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ইউনুছ ফারুকী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান।
শনিবার ছুটি বাতিলের দাবিটি সঠিক কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা কালবেলার অনলাইন ভার্সনে গত ২৮ জুলাই "স্কুলে শনিবারের ছুটি বাতিল করা হয়নি : মাউশি" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা থাকবে- এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের তথ্য ভিত্তিহীন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাউশি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফেসবুকে ছড়িয়ে পড়া বিষয়টি তাদের নজরে এসেছে। তবে কোন সূত্র বা ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করা হয়েছে, তা তাদের জানা নেই। তারা স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে। সোমবার (২৮ জুলাই) এ বিষয়ে মাউশির উপ-পরিচালক ইউনুছ ফারুকী বলেন, আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো আলোচনা হয়নি। কারা এবং কী কারণে এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি বলতে পারব না। তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি। শুক্র ও শনিবার বন্ধ থাকবে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এটা মিথ্যা ও ভিত্তিহীন।"। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ২৮ জুলাই "শনিবার স্কুল খোলা থাকার খবর ভিত্তিহীন ও গুজব : মাউশি" শিরোনামে প্রচারিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা রাখা হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ালেও বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলেছে শিক্ষাবিষয়ক দুই সরকারি সংস্থা। সোমবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ইউনুছ ফারুকী বলেন, আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুয়া। আমাদের কোনো বৈঠকে এমন আলোচনা হয়নি। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটির দিন থাকবে। ফেসবুকে ছড়িয়ে পড়া এই গুজবের সূত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কারা, কী উদ্দেশ্যে এসব ছড়াচ্ছে সেটা বলা মুশকিল। তবে সাপ্তাহিক ছুটি কমানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। একই ধরনের মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি খবর। প্রাথমিক স্তরে শনিবার স্কুল খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। মাউশি এবং ডিপিই দু’পক্ষই বলছে, এ বিষয়ে কোনো ধরনের সরকারি সিদ্ধান্ত থাকলে তা সংবাদ বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে তারা। মূলত, সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘আগস্ট থেকে শুক্র-শনিবারের ছুটি বাদ, সপ্তাহে একদিন বন্ধ থাকবে’—এমন বার্তা ভাইরাল হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন উভয় সংস্থাই বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে এবং অনলাইন পোর্টাল রাইজিং বিডির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ছুটি বাতিলের দাবিটি সঠিক নয় বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ইউনুছ ফারুকী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান ।
সুতরাং শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ছুটি বাতিলের ভুয়া দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।