HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মেট্রোরেলে অন্তরঙ্গ অবস্থার ঘটনাটি বাংলাদেশের নয়

বুম বাংলাদেশ দেখেছে, মেট্রোরেলে অন্তরঙ্গ অবস্থার ঘটনাটি বাংলাদেশের নয় বরং যুক্তরাষ্ট্রের একটি ঘটনার দৃশ্য।

By - BOOM FACT Check Team | 28 Jan 2026 10:33 AM IST

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেট্রোরেলের মধ্যে তরুণ-তরুণীর অন্তরঙ্গ দৃশ্যের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, ভিডিওর ঘটনাটি বাংলাদেশের ঢাকার মেট্রোরেলের মধ্যে ধারণ করা। এ ধরণের কয়েকটি পোস্ট পাওয়া যাবে এখানে, এখানেএখানে [ভিডিওটি অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে]।

গত ২২ জানুয়ারি 'Gopalganj Insiders' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে উল্লেখ করা হয় "ঢাকা মেট্ৰোরেলে তরুন তরুণীর অ'ন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!!" (বানান অপরিবর্তিত)। ভিডিওটির স্ক্রিনশট দেখুন --



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশের ঢাকার মেট্রোরেলের ভেতরে ধারণ করা কোনো ঘটনার নয় বরং গতবছরের শুরুর দিকে নিউইয়র্কের সাবওয়েতে এক যুগলের আপত্তিকর অবস্থায় ধারণ করা পুরোনো ভিডিও।

ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ট্যাবলেট (Tabloid) ফরম্যাটের সংবাদমাধ্যম 'নিউ ইয়র্ক পোস্ট'র ওয়েবসাইটে ২০২৫ সালের ৪ জানুয়ারি "Viral video seemingly shows couple getting freaky on NYC subway: ‘Allah’s so disappointed!’" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচ্য ভিডিওটি সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিউইয়র্কের সাবওয়েতে এক যুগলকে আপত্তিকর অবস্থায় অন্য একজন ভিডিওটি ধারণ করে করেন। পরবর্তীতে ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন --



তবে মূল ভিডিওতে ভিন্ন অডিও ছিলো যা পরবর্তীতে বাংলা ভাষায় ভিন্ন ভিডিও যুক্ত করে প্রচার করা হয়েছে। একই ভিডিওযুক্ত খবরটি যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম aol.com সহ আরো দুইটি (, ) সাইটে পাওয়া গেছে। এই প্রতিবেদনগুলোতেও ভিডিওটির বিষয়ে একই তথ্য পাওয়া গেছে। 

ফেসবুকে প্রচারিত দাবিটির স্ক্রিনশট (বামে) এবং নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনের স্ক্রিনশটের (ডানে) পাশাপাশি চিত্র দেখুন --



অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার। 

সুতরাং, সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories