HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নবজাতকের ভিডিওর সাথে জুড়ে দেয়া গল্পটি মনগড়া

প্রসবকালে শিশুটির মায়ের মৃত্যুর ফলে নয় বরং নবজাতক সন্তানকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে কাঁদছিলেন এই ব্রাজিলিয়ান পিতা।

By - Md Abdullah Khan | 24 Feb 2022 8:12 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওতে দেখতে পাওয়া নবজাতক শিশুটির মা প্রসবকালে মারা গেছেন, ফলে পিতা আর ভাই শিশুটিকে জড়িয়ে ধরে কাঁদছে। ভিডিওতে এক নবজাতককে কোলে নিয়ে এক কিশোর এবং বয়স্ক লোককে কাঁদতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৮ ফেব্রুয়ারি  'Nayem BM Rz' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, "জীবন চক্র–৫৯৪ হৃদয় ছিদ্রকারী যন্ত্রণা বলতে আপনি কি বুঝেন? প্রসবের সময় একজন মা মারা যায়,তার স্বামী এবং ছেলে নতুন শিশুকে কোলে নিয়ে কাঁদছে!...............।" পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর ক্যাপশনে জুড়ে দেয়া গল্পটি মনগড়া। প্রকৃতপক্ষে, নবজাতকের মা সন্তান প্রসবের সময়ে মারা যাবার ফলে নয়, বরং নবজাতক সন্তানকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে খুশিতে কাঁদছিলেন এই ব্রাজিলিয়ান পিতা।  

ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর, opentheword.org নামের একটি ওয়েবসাইটে " Father gives 'Glory to God' for the birth of their miracle baby" শিরোনামে ভিডিওটি সম্পর্কিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। নিবন্ধটি থেকে জানা যায়, শিশুটির মা সুস্থ আছেন। মূলত, দীর্ঘ অপেক্ষার পর সন্তান লাভ করায় শিশুটির বাবা এবং বড় ভাই আবেগাপ্লুত হয়ে পড়লে ভিডিওটি হাসপাতালে ধারণ করা হয়েছিল। স্ক্রিনশট দেখুন--

নিবন্ধটি পড়ুন এখানে

নিবন্ধটিতে 'baby__adorable' নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে আপলোড করা ভিডিওটিও যুক্ত করে দেয়া হয়েছে, যেখানে শিশুটির পিতাকে ট্যাগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রিশ্চিয়ান সংবাদমাধ্যম 'CBN' এর অনলাইন সংস্করণে "Glory Be to God': See Viral Video of Father and Son's Emotional Response to Birth of 'Miracle' Baby" শিরোনামের একটি প্রতিবেদনে উক্ত ঘটনা বিবরণ খুঁজে পাওয়া যায়, যা ২০২১ সালের ১৪ অক্টোবরে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, ব্রাজিলিয়ান নাগরিক হুয়াও প্রুডেনসিও নেতো প্রথম সন্তান জন্মগ্রহণের পর শারীরিক জটিলতায় বাবা হওয়ার ক্ষমতা হারান। কিন্তু তিনি আর তার স্ত্রী আরেকটি সন্তান চাইতেন। দীর্ঘদিন পরে তার আরেকটি সন্তান হয়। যা নিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। ভিডিওটি ঐ সন্তানের জন্মের সময়ের। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

এই সূত্রধরে সার্চ করার পর, 'joaoprudencioneto' নামের ইন্সটাগ্রাম একাউন্টে মূল ভিডিওটিও খুঁজে পাওয়া গেছে, যা ২০২১ সালের ৪ মার্চ আপলোড করা হয়েছে। ক্যাপশনে বাইবেলের একটি উক্তি সহকারে লেখা হয়েছে, " আমাদের প্রথম সন্তান ডেভিডের জন্মের পর, আমি বন্ধ্যা হয়ে গিয়েছিলাম। শুক্রাণু উৎপাদন শূন্য হওয়ার ফলে আবার বাবা হওয়া অসম্ভব ছিল। আমার স্ত্রী @karolinneprudencio সুস্থ ছিলেন এবং আরেক সন্তানের স্বপ্ন দেখেছিলেন। যতক্ষণ না প্রভু যীশু আমাকে আরোগ্য করেন, আমাকে আরেকটি সন্তান জন্ম দেওয়ার জন্য ক্ষমতা দেন।"( স্প্যানিশ থেকে স্বয়ংক্রিয় অনুবাদ)

ইন্সটাগ্রাম আইডিতে পুরো পরিবারের ছবিও আপলোড দিতে দেখা গেছে। অর্থাৎ শিশুটির মা বেঁচে আছেন এবং সুস্থ আছেন।

সুতরাং ব্রাজিলিয়ান এক নবজাতকের ভিডিওর সাথে মনগড়া গল্প জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories