ফেক নিউজ

আরটিভির লোগো যুক্ত করে শেখ হাসিনার নামে ভুয়া তথ্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আরটিভির প্রচারিত একটি ফটোকার্ডের আদলে এডিটের মাধ্যমে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 18 Sept 2024 2:24 PM IST

আরটিভির লোগো যুক্ত করে শেখ হাসিনার নামে ভুয়া তথ্য প্রচার

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। ছাত্রজনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ তৈরি ফটোকার্ডটিতে তাঁর বরাতে লেখা থাকতে দেখা যায়, হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার- ক্ষমতায় আসতে দেন। তা না হলে আমাদের পদ্মাসেতু, মেট্রোরেল, উন্নয়ন আমাদের দিয়ে দেন, ব্যস্।। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এখানে

গত ৬ সেপ্টেম্বর 'Gazi Jahangir Alam' নামের একটি ফেসবুক আইডি থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগো সম্বলিত এমন একটি ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফটোকার্ডটির প্রকাশের তারিখ হিসেবে ফটোকার্ডটির উপরিভাগে ১১ সেপ্টেম্বর, ২০২৪ লেখা থাকতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি আসল নয় বরং নকল। আরটিভি ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ফটোকার্ডকে এডিট করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য পোস্টে যুক্ত ফটোকার্ডটির তথ্যসহ কোনো সংবাদ বা ফটোকার্ড আরটিভি টিভি সহ অন্য কোনো গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে আরটিভির ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টটিতে যুক্ত শেখ হাসিনার ছবি এবং আলোচ্য পোস্টে যুক্ত শেখ হাসিনার ছবি অভিন্ন এবং দুটি ফটোকার্ডেরই প্রকাশের তারিখ ১১ সেপ্টেম্বর। এছাড়াও, আরটিভির ফটোকার্ডের বৈশিষ্ট্য অনুযায়ী সংবাদের নিচে "বিস্তারিত কমেন্টে" লেখা দেখতে পাওয়া যায় না। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি আরটিভির তৈরি করা নয়। আরটিভির একটি ফটোকার্ডের তারিখ ও ছবি অপরিবর্তিত রেখে সংবাদের তথ্য এডিট করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং আরটিভির একটি এডিটেড ফটোকার্ড ভিত্তিহীন তথ্য সহ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories