HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতে দীপাবলি উৎসবে দুর্ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, গত অক্টোবরে ভারতের রাজস্থানে দীপাবলি উৎসবে আতশবাজি ফোটাতে গিয়ে আলোচ্য ভিডিওতে দেখানো দুর্ঘটনা ঘটে।

By - Ummay Ammara Eva | 28 Dec 2025 1:28 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বিস্ফোরক দ্রব্য বহন করার সময়ে আহত হয়েছেন একজন জুলাই যোদ্ধা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ২২ ডিসেম্বর 'মায়ের দোয়া' নামে একটি ফেসবুক একাউন্টে আলোচ্য ভিডিওটি পোস্ট করে বলা হয়, "শুরু হয়ে গেছে আল্লাহর বিচার,, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেই ধংস হয়ে গেলো জুলাই চু*দানি,চুদলিং পং"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত অক্টোবরে ভারতের রাজস্থানে দীপাবলি উৎসবের দিন রাতে আতশবাজি ফোটাতে গিয়ে দুর্ঘটনা করে। ওই দুর্ঘটনার সময়ে আলোচ্য ভিডিওতে ধারণ করা হয়।

আলোচ্য ভিডিওটির ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতের রাজস্থান থেকে পরিচালিত 'DEOLI CHANNEL' নামে একটি ফেসবুক পেজে গত ২২ অক্টোবর করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটির একটি বড় ভার্সন দেখতে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে লেখা যায়, "देवली में दीपावली की रात पटाखों के कम्पीटीशन में युवाओं को मस्ती कितनी महंगी पड़ गई, खतरनाक पटाखे से क्या हुआ...वीडियो देखें।. (দীপাবলির রাতে দেওলিতে তরুণদের জন্য আতশবাজি প্রতিযোগিতা করে মজার দাম কীভাবে চুকাতে হলো দেখুন। বিপজ্জনক আতশবাজি থেকে কী ঘটলো, দেখুন। -অনূদিত)"। ফেসবুক পোস্টটি দেখুন--


Full View


পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম এনিডিটিভির ইউটিউব চ্যানেলে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি শর্টভিডিও খুঁজে পাওয়া যায়। "Diwali Firecracker Stunt Turns Tragic, Man Severely Injured In Rajasthan's Deoli" ক্যাপশনে পোস্ট করা ওই ভিডিওটির ডেস্ক্রিপশনে বলা হয়, "During the Diwali celebrations, several young men in Deoli were throwing lit firecrackers at each other. At that time, a firecracker burst in the young man’s hand, and as it exploded, he fell unconscious and injured on the street. He received more than ten stitches on his head and remains under medical care. (দীপাবলি উদযাপনের সময়, দেওলিতে বেশ কয়েকজন যুবক একে অপরের দিকে জ্বলন্ত আতশবাজি ছুঁড়ছিল। সেই সময়, যুবকের হাতে একটি আতশবাজি ফেটে যায় এবং বিস্ফোরণের সাথে সাথে সে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় এবং আহত হয়। তার মাথায় দশটিরও বেশি সেলাই পড়ে এবং তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। -অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--



এছাড়াও, এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশ করা শর্টভিডিও থেকেও আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানা যায় একই তথ্য।

অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশে ধারণ করা হয়নি। মূলত, গত অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি উদযাপনের সময়ে আতশবাজি ফোটাতে গিয়ে ভারতের রাজস্থানের দেওলি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

সুতরাং ভারতের রাজস্থানে ঘটা দুর্ঘটনার সময়ে ধারণকৃত ভিডিওকে বাংলাদেশের জুলাই যোদ্ধার আহত হওয়ার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories