HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতের এক ভিডিওকে দুবাইয়ের মসজিদের বলে ভুয়া প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি দুবাইয়ের কোন মসজিদের নয় বরং ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের ধর্মগুরু সত্য সাঁইয়ের আশ্রমের।

By - Md Abdullah Khan | 19 Dec 2021 5:04 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, দুবাইয়ের মসজিদে কিছু মুসলিম নারী রাম ভজন গাইছেন। ভিডিওতে কিছু নারীকে বোরকা পরে গাইতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

গত ১০ ডিসেম্বর 'Emotional Puja Raj পূজা' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "দুবাইয়ের মসজিদে মুসলিম নারী ও তাদের স্বামীরা মসজিদে বসে ভগবান শ্রী রামচন্দ্রের রাম ভজন গান করছে,,,,,, একজন হিন্দু হিসেবে আজ নিজেকে গর্বিত মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে ? কমেন্টে বলবেন,,,,,,,,

✅ দুবাইয়ে নতুন যুগের সূচনা, মুসলিম নারীরা মসজিদে রাম ভজন পরিবেশন করলেন তার স্বামীরা।

🌿শেখরা হাততালি দিয়ে সমর্থন করলেন।

☘️এটা বাংলাদেশ বা ভারতে করা হলে তারা চিৎকার করে বলতেন যে ইসলাম বিপদে পড়েছে।"। স্ক্রিনশটে দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর। মূলত, ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের ধর্মগুরু সত্য সাঁইয়ের প্রশান্তি নীলায়াম আশ্রমের এই ভিডিওকে বিভ্রান্তিকরভাবে দুবাইয়ের একটি মসজিদের ভিডিও বলে দাবি করা হচ্ছে।

ভিডিওটির কি-ফ্রেম নিয়ে সার্চ করার পর, 'Colombo Telegraph' নামে একটি অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভাইরাল ভিডিওর একটি পুরোনো ও পূর্ণাঙ্গ ভার্সন খুঁজে পাওয়া গেছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে 

২০১৩ সালের ২৮ জুলাই "Sai Baba's Arabic-Islamic Flavour" শিরোনামে 'Colombo Telegraph' প্রতিবেদনে লেখা হয়েছে, মধ্যপ্রাচ্য ও গালফ অঞ্চলের বিভিন্ন দেশ বাহরাইন, কুয়েত, সৌদি আরব, কাতার, সিরিয়া, ইরান থেকে ধর্মগুরু সত্য সাঁইয়ের (Sathya Sai) ভক্তরা প্রশান্তি নীলায়ামে (Prashanthi Nilayam) তাকে স্মরণ করে গীতি পেশ করছেন। প্রতিবেদনে সংযুক্ত ভিডিওটি 'Sri Sathya Sai Official' নামের একটি ইউটিউব চ্যানেলেও ২০১২ সালের ১৭ জুলাই আপলোড করা হয়। সার্চ করার পর জানা যায়, প্রশান্তি নীলায়াম আশ্রমটি ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে অবস্থিত। ভিডিওটি দেখুন-- 

Full View

এই সূত্র ধরে ইউটিউবে সার্চ করার পর, সত্য সাঁইয়ের নীলায়াম আশ্রমে মুসলিম সম্প্রদায়ের কুরআন পাঠের আরও একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যা ২০১১ সালের আপলোড করা করা হয়েছে।

Full View

অতএব ভারতের এক আশ্রমের ভিডিও দিয়ে দুবাইয়ের মসজিদে মুসলিম নারীরা রাম ভজন গাইছেন বলে দাবি করা বিভ্রান্তিকর।

Related Stories