সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গণমাধ্যমের ফেসবুক পেজ সহ বিভিন্ন সাধারণ পেজে খবর হিসেবে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি পোস্ট করে মোটরসাইকেলের মাধ্যমে একটি ছিনতাইয়ের দৃশ্য উপস্থাপন করা হয়েছে। পোস্টটি দেখুন এখানে।
গত ০৪ মে 'ডেইলি সান' এর বাংলা সংস্করণের ফেসবুক পেজ ‘Daily Sun Bangla’ পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে প্রতিবেদনের টেক্সটও যুক্ত করা হয়। এছাড়াও পোস্টে উল্লেখ করা হয়, “বাইকে এসে ছুরি কা ঘা তে মোবাইল ছিনতাই”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
'ডেইলি সান' এর পোস্টের আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূলত ভিডিওটি ‘Ride With WizArd’ নামক একটি পেজে সামাজিক সচেতনতার উদ্দেশ্যে অভিনয়ের মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে। পরবর্তীতে ভিডিওটি বিভিন্ন পেজে বাস্তব ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে গত ২৮ এপ্রিল ‘Ride With WizArd’ নামক পেজে “চাকরির বাজার খারাপ, পার্ট-টাইম ছিনতাই করতে হইবো” শিরোনামে প্রকাশিত হুবহু ভিডিওটি পাওয়া যায়। এছাড়াও পোস্টের কমেন্টবক্সে পেজটির পক্ষ থেকে ভিডিওটিকে অভিনয়ের দৃশ্য বলে উল্লেখ করা হয়। পোস্টটি ও কমেন্টের স্ক্রিনশটের কোলাজ দেখুন--
এমনকি পেজটিতে ডেইলি সানের পেজে প্রকাশিত আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়েছে 'ভিডিওটি পেজ থেকে (ডেইলি সানের) ডিলিট না করলে সাইবার ক্রাইমে মামলা করতে বাধ্য হবো'। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে পেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে পেজের মালিক রাকিবুল হাসান বুম বাংলাদেশকে জানান, এটাই আমাদের প্রথম ভিডিও যেটি আমরা শহরে ছিনতাই প্রতিরোধে সামাজিক সচেতনতার জন্য তৈরি করেছি। ভিডিওটিতে বাইকের চালক ছিলাম আমি, বাইকের পেছনে ছিলো আমার বড়ভাই মাইন। অটোরিক্সাতে ছিলো আমাদেরই চারজন ছোটভাই। ভিডিওটি পেছন থেকে রিক্সায় বসে আমাদের আরেক বন্ধু ধারণ করেছে। ভিডিওটি আমরা ঢাকার মিরপুর ১২ থেকে ঘরোয়ার মোড় যাওয়ার রাস্তায়।
অর্থাৎ ভিডিওটি অভিনয়ের দৃশ্য; বাস্তব কোনো ঘটনার নয়।
উল্লেখ্য, গণমাধ্যমটির পেজে ভিডিওটি প্রচারের পর ব্যবহারকারীরা ভিডিওটিকে বাস্তব ঘটনার মনে করে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন একটি প্রতিক্রিয়ার স্ক্রিনশট দেখুন--
সুতরাং গণমাধ্যমের সামাজিক মাধ্যমের পেজে অভিনয়ের দৃশ্য বাস্তব ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।