সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি গণমাধ্যমের পেজ সহ বিভিন্ন সাধারণ পেজে পাকিস্তানে ভারতের হামলার ছবি (স্থিরচিত্র) সহ খবরের ফটোকার্ড পোস্ট করা হয়েছে। এরকম দুইটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ০৭ মে বেসরকারি সম্প্রচার মাধ্যম একুশে টেলিভিশনের ‘Ekushey Television - ETV’ নামক ভেরিফাইড পেজ থেকে আলোচ্য ছবিটি সহ একটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
একই ছবি ব্যবহার করে ফেসবুকে সংবাদ প্রচার করেছে একুশে টেলিভিশন ও সময় টেলিভিশন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বিভ্রান্তিকর। এটি সম্প্রতি পাকিস্তানে ভারতের হামলার নয় বরং ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার দৃশ্য।
রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে আফগানিস্তানের গণমাধ্যম Kabul News এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৩ অক্টোবরের একটি পোস্টে আলোচ্য স্থিরচিত্রের মূল ভিডিওটি (৩০ সেকেন্ডের) পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয়, গাজায় ইসরায়েলের বোমা হামলার ভিডিও। বোমা হামলায় নারী ও শিশুসহ ৪০০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও শত শত মানুষ এখনও ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন (অনূদিত ও সংক্ষেপিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও ২০২৩ সালের ১৩ অক্টোবরে প্রকাশিত আরো বেশকিছু এক্স (টুইটার) আলোচ্য ভিডিওটি পাওয়া যায় (১, ২, ৩)। একটি পোস্টের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার।
সুতরাং গণমাধ্যমে এবং তাদের সামাজিক মাধ্যম পেজে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার দৃশ্য পাকিস্তানে ভারতের হামলার বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।