HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতীয় তারকা সামান্থা ও বিজয়ের দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি ভুয়া

বুম বাংলাদেশ দেখেছে, সামান্থা ও বিজয় কোনও দুর্ঘটনার কবলে পড়েননি বলে প্রযোজক সংস্থার তরফ থেকে টুইট করে জানানো হয়।

By - Md Abdullah Khan | 25 May 2022 6:32 AM GMT

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে এবং মূলধারার সংবাদমাধ্যমে ছবির শুটিং করতে গিয়ে দক্ষিন ভারতীয় অভিনেতা-অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও বিজয় দেবেরাকোন্ডা আহত হয়েছেন দাবি করে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরে দাবি করা হচ্ছে, কাশ্মীরের পহেলগাঁওয়ে 'কুশি' ছবির শুটিং চলাকালে এক স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই দুই অভিনয়শিল্পী। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। সংবাদমাধ্যমের খবরের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে। 

মূলধারার সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো'য় গতকাল ২৪ মে 'কাশ্মীরে শুটিং করতে গিয়ে নদীতে পড়ল গাড়ি: আহত সামান্থা ও বিজয়' শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়, "স্টান্টম্যানের বদলে এখন নিজেরাই স্টান্ট করতে বেশি পছন্দ করেন চলচ্চিত্রজগতের নায়ক-নায়িকারা। আর তারই মাশুল দিতে হলো দুই জনপ্রিয় দক্ষিণি তারকা সামান্থা আর বিজয়কে। এই দুই তারকা স্টান্ট করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন।

'কুশি' ছবিতে নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে সামান্থা রুথ প্রভু আর বিজয় দেবেরাকোন্ডাকে। এই ছবির শুটিংয়ের কারণে কাশ্মীরে গিয়েছিলেন তাঁরা। কাশ্মীরের পহেলগাঁওয়ে শুটিং চলাকালীন এক স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই দুই অভিনয়শিল্পী। জানা গেছে, দড়ি দিয়ে তৈরি এক ব্রিজের ওপর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন বিজয় আর সামান্থা।" খবরটি প্রথম আলোর ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

একই খবর প্রকাশ করা হয়েছে, চ্যানেল আই অনলাইন, জাগোনিউজ২৪ ডটকম সহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। সংবাদমাধ্যম দুটির ফেসবুক পোস্টের স্ক্রিনশট দেখুন--

ফেসবুক পোস্টদুটি দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সঠিক নয়। দক্ষিণ ভারতের জনপ্রিয় এই দুই অভিনয় শিল্পীর আহত হওয়ার বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়লে প্রযোজক সংস্থার তরফ থেকে টুইট করে খবরটি সঠিক নয় বলে জানানো হয়।

কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর দেখা যায়, 'কুশি' ছবির জন্য কাশ্মীরের পহেলগাঁওতে এক অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে সামান্থা ও বিজয় আহত হয়েছেন মর্মে খবর ছড়িয়ে পড়লে প্রযোজক সংস্থার তরফ থেকে টুইট করে, খবরটি সঠিক নয় বলে জানানো হয়। পাশাপাশি, ছবির টিম এরইমধ্যে হায়দরাবাদে ফিরে গিয়েছে বলে উল্লেখ করা হয় ওই টুইটে। একই টুইটার থ্রেডে অভিনেতা বিজয়ের হাস্যজ্জ্বল ছবিও যুক্ত করা হয়েছে। দেখুন--

পাশাপাশি, সিনেমাটির প্রযোজকের বিবৃতির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও ভাইরাল খবরটি যাচাই করে খবরটি সঠিক নয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে। স্ক্রিনশট দেখুন--

খবরটি পড়ুন এখানে

অর্থাৎ প্রযোজক সংস্থর দেয়া তথ্য অনুযায়ী সামান্থা ও বিজয় আহত হওয়ার তথ্যটি সঠিক নয়।

সুতরাং ছবির শুটিং চলাকালে দক্ষিণ ভারতীয় দুই জনপ্রিয় তারকা সামান্থা আর বিজয়ের আহত হওয়ার খবর প্রকাশ করা হচ্ছে সামাজিক মাধ্যম ও মুলধারার সংবাদমাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Related Stories