HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সালমা রহমান বাংলাদেশের প্রথম নারী জেলা পরিষদ চেয়ারম্যান নন

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৬ সালে দেশের প্রথম নারী জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন রংপুরের ছাফিয়া খানম।

By - Md Abdullah Khan | 30 Sep 2022 1:52 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ থেকে পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খবর শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী জেলা পরিষদ চেয়ারম্যান। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৬ সেপ্টেম্বর "Sanglap Sikder" নামের ফেসবুক আইডি থেকে সালমা রহমান হ্যাপীকে অভিনন্দন জানিয়ে করা পোস্টে লেখা হয়, "অভিনন্দন বাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী চেয়ারম্যান পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী আন্টি।"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সালমা রহমান বাংলাদেশের প্রথম নারী জেলা পরিষদ চেয়ারম্যান নন বরং ২০১৬ সালে দেশের প্রথম ও একমাত্র নারী হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন রংপুরের ছাফিয়া খানম।

কীওয়ার্ড ধরে সার্চ করে, দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর "ছাফিয়া দেশের প্রথম নারী চেয়ারম্যান" শিরোনামে একটি খবর প্রকাশিত হতে দেখা যায়। খবরটিতে লেখা হয়েছে, "জেলা পরিষদের গতকাল বুধবারের ভোটে রংপুরে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী আওয়ামী লীগ–সমর্থিত ছাফিয়া খানম। এ পদে জয়ী তিনিই দেশের প্রথম ও একমাত্র নারী।" স্ক্রিনশট দেখুন--

খবরটি পড়ুন এখানে

পরবর্তীতে ২০১৭ সালের ২২ জানুয়ারি অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম রাইজিংবিডি ডটকমে "একমাত্র নারী চেয়ারম্যান ছাফিয়া খানমের দায়িত্ব গ্রহণ" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে ছাফিয়া খানমের দায়িত্বগ্রহণের তথ্য দেয়া হয়েছে। এই প্রতিবেদনটিতেও ছাফিয়া খানমকে দেশের একমাত্র নারী জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে পরিচয় দেয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

দৈনিক সমকালের অনলাইন সংস্করনে "দেশের একমাত্র নারী জেলা পরিষদ চেয়ারম্যানের জীবনযুদ্ধ" শিরোনামে ২০২১ সালের ৮ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাডভোকেট ছাফিয়া খানম পেশায় আইনজীবী। নব্বই দশকে রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন।

অর্থাৎ সালমা রহমান নন বরং ছাফিয়া খানম দেশের প্রথম নারী জেলা পরিষদ চেয়ারম্যান।

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সালমা রহমান নির্বাচিত

দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে গত ২৫ সেপ্টেম্বর "আ.লীগের একমাত্র নারী প্রার্থী সালমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত" শিরোনামে একটি খবরে লেখা হয়, "পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সালমা রহমানকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।" স্ক্রিনশট দেখুন--

খবরটি পড়ুন এখানে

গত ১১ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো অনলাইন সংস্করণে "জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের একমাত্র নারী প্রার্থী পিরোজপুরের সালমা" শিরোনামে প্রকাশিত খবর থেকে জানা যায়, সালমা রহমানই ছিলেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের একমাত্র নারী প্রার্থী। দেশের জেলা পরিষদ নির্বাচনের ভোট আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এরইমধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অর্থাৎ প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করায় পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সালমা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে বর্তমান জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী তিনিই একমাত্র নারী চেয়ারম্যান কিনা তা আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পরে তা নিশ্চিত হওয়া যাবে।

সুতরাং পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সালমা রহমানকে দেশের প্রথম নারী জেলা পরিষদ চেয়ারম্যান দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories