ফেক নিউজ

রবার্ট লেভানডোভস্কির এই ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, রবার্ট লেভানডোভস্কির একটি ছবিকে এডিট করে টি-শার্টে বাংলাদেশ ছাত্রলীগের নাম লিখে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 29 July 2023 12:33 AM IST

রবার্ট লেভানডোভস্কির এই ছবিটি এডিটেড

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে পোলিশ ফুটবলার রবার্ট লেভানডোভস্কির একটি ছবি পোস্ট করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নাম লেখা একটি টি-শার্ট পরে আছেন এবং হাতে বাংলাদেশ ছাত্রলীগের লোগো কিংবা ব্যাজ ধরে আছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৭ জুন "Minhaz Mihir" নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "বিড়ি সিগারেট আছে যতদিন ছাত্রলীগে আছি ততদিন 🗣️রবার্ট লেভানদোভস্কি,সভাপতি পোল্যান্ড ছাত্রলীগ"'। ছবিটিতে পোলিশ ফুটবলার লেভানডোভস্কির পরা টি-শার্টে লেখা রয়েছে, "পোল্যান্ড ছাএলীগ, নেতা মোদের শেখ মুজিব"। এছাড়া টি-শার্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। পোলিশ ফুটবলার রবার্ট লেভানডোভস্কির একটি ছবিকে এডিট করে বাংলাদেশ ছাত্রলীগের নাম লিখে এভাবে প্রচার করা হচ্ছে।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে লাফরেনসা নামে একটি ওয়েবসাইটে ২০২২ সালের ১৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে অনুবাদ করে দেখা যায়, ওই প্রতিবেদনে রবার্ট লিভেনডোভস্কির লাইফ স্টাইল ও খাদ্যাভ্যাস নিয়ে লেখা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


এবারে আলোচ্য ছবিটি (বামে) এবং উপরের প্রতিবেদনটি থেকে প্রাপ্ত ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--


অর্থ্যাৎ পোলিশ ফুটবলার রবার্ট লেভানডোভস্কির আলোচ্য ছবিটি এডিটেড।

সুতরাং এক পোলিশ ফুটবলারের ছবিকে এডিট করে বাংলাদেশ ছাত্রলীগের নাম ও লোগো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বসিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories