HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

২০১৮ সালের ইতালির সড়ক দূর্ঘটনার ভিডিওকে তুরস্কের দাবানলের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, তুরস্কের দাবানলের দাবি করা ভিডিওটির প্রথমাংশ ইতালির একটি সড়ক দূর্ঘটনার সিসিটিভি ফুটেজ।

By - BOOM FACT Check Team | 6 Aug 2021 7:21 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও দিয়ে বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে তুরস্কে দাবানলের ভিডিও এটি। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে এবং এখানে

গত ১ আগস্ট 'ভালোবাসা অভিরাম' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, এবার তুরস্কে ভয়ংকর দাবানলের ঘটনা ঘটেছে। ভিডিওটির শুরু থেকে প্রথম ২০ সেকেন্ডে দেখা যায়, রাস্তায় একটি তেলের ট্যাংকার একটি গাড়িকে আঘাত করলে সেখানে একটি বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, প্রায় ১ সপ্তাহ ধরে তুরস্কে ব্যাপক দাবানলে বনাঞ্চলসহ বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দাবানলের ঘটনার সাথে মিলিয়ে ভিডিওটি পোস্ট করা হয়েছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--


সেই পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি তুরস্কের নয়, সাম্প্রতিক সময়েরও নয়। রিভার্স সার্চ ইঞ্জিন ব্যবহার করে দেখা গেছে, ২০১৮ সালে ইতালির বলোগ্না বিমানবন্দরের কাছে একটি সড়ক দূর্ঘটনার ভিডিও এটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি ২০১৮ সালের ৭ আগস্ট আপলোড করা হয় যার শিরোনাম ছিল ছিল, 'CCTV captures moment tanker truck explodes in Italy'। দেখুন--

Full View

ডেইলি মেইল উক্ত ভিডিওটির বর্ণনায় বলেছে, ইতালির বলোগ্না বিমানবন্দরের কাছের মহাসড়কে একটি পেট্রোলের ট্যাংকার পেছন থেকে সামনের কিছু গাড়িকে আঘাত করলে সেখানে ব্যাপক বিস্ফোরণসহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্যাংকারের ড্রাইভার নিহত হয় এবং ৭০ এর অধিক লোক আহত হয়।

এছাড়া সে সময়ে অর্থাৎ ২০১৮ সালে একাধিক ইতালিভিত্তিক সংবাদমাধ্যমেও ছবিসহ সেই দূর্ঘটনার খবরটি প্রকাশিত হয়েছিল। 'লা প্রভিন্সিয়া' নামের ইতালির একটি সংবাদমাধ্যমেও সেই দূর্ঘটনার ছবিসহ খবরটি ৭ আগস্ট, ২০১৮ তে প্রকাশিত হয়। দেখুন সেই প্রতিবেদনটির স্ক্রিনশট--


ইতালীয় ভাষায় প্রকাশিত প্রতিবেদনটির স্বয়ংক্রিয় অনুবাদ থেকে জানা যায়, বলোগ্না বিমানবন্দরের কাছের সড়কে দূর্ঘটনাটি ঘটে এবং পরবর্তীতে আবার যাতায়াতের জন্যে খুলে দেয়া হয়। প্রতিবেদনটি পড়ুন এখানে। এছাড়া দ্য ইতালিয়ান ইনসাইডার নামের আরেকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এখানে। 

তবে ভিডিওতে ব্যবহৃত সবগুলো ক্লিপ আলাদাভাবে যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ। এদের মধ্যে একটি ক্লিপ যা ৩৮ থেকে ৪২ সেকেন্ডে দেখা যাচ্ছে, সেটি তুরস্কে সংঘটিত দাবানলের ভাইরাল ভিডিও বলে নিশ্চিত হওয়া গেছে। সেই ক্লিপটির প্রকৃত ভার্সনটি দেখুন এখানে--


ভিডিওসহ প্রতিবেদনটি দেখুন এখানে। 

অর্থাৎ ২০১৮ সালের আগস্টে ঘটা ইতালির একটি দূর্ঘটনার ভিডিও ফুটেজকে তুরস্কের সাম্প্রতিক দাবানলের বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories