HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতীয় কিশোরের ছবিকে বাংলাদেশি দাবি, আর্থিক সাহায্যের ভুয়া আবেদন

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের কিশোর সানবারের ছবি দিয়ে বাংলাদেশে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।

By - Md Abdullah Khan | 9 Jan 2022 6:17 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি অসুস্থ কিশোর ও তার পাশে এক নারীর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, কিশোরের নাম 'তাহমিদ'। তার বাবা অটোচালক ব্যতীত পিতা-মাতার পরিচয় সংক্রান্ত কোন বিস্তারিত তথ্য পোস্টগুলোতে দেয়া হয়নি। ভাইরাল পোস্টগুলোতে বলা হয়, এই কিশোরের চিকিৎসা করাতে ১৫/২০ লাখ টাকার প্রয়োজন। এছাড়া, আর্থিক সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের হিসাব নম্বর পোস্টগুলোতে জুড়ে দেয়া হয়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৩০ ডিসেম্বর 'Bloom News BD' নামের একটি ফেসবুক আইডি থেকে করা এরকম একটি পোস্ট স্ক্রিনশটে দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা তথ্য বিভ্রান্তিকর ও সাহায্যের আবেদন প্রতারণাপূর্ণ। ছবিগুলো সাম্প্রতিক সময়ে রোগাক্রান্ত বাংলাদেশের কোনো কিশোরের নয় বরং ছবিটি সানবার নামে ভারতীয় এক কিশোরের।

রিভার্স ইমেজ সার্চ করে ভারতের তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান কিটো-এর ( www.Ktto.org) ওয়েবসাইটে "After His Father- I'm At Risk Of Losing My Son Too! Please Help Save Him!' শিরোনামে একটি নিবন্ধে ছবিগুলো খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, ছবির ১২ বছর বয়সী কিশোরের নাম সানবার খান। সানবার একটি অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মক আহত এবং চিকিৎসার জন্য ১২ লাখ রুপি প্রয়োজন। স্ক্রিনশট দেখুন--

নিবন্ধটি দেখুন এখানে

পাশাপাশি ক্রাউডফাইন্ডিং প্ল্যাটফর্মটির অফিশিয়াল ফেসবুক একাউন্টেও গত বছরের ডিসেম্বর মাসে ওই কিশোরের জন্য অর্থ সহায়তা চেয়ে পোস্ট করতেও দেখা গেছে। দেখুন--

Full View

অর্থাৎ নিশ্চিতভাবেই ছবিটি বাংলাদেশি কোন কিশোরের নয়। পোস্টগুলোতে সহযোগিতা পাঠানোর জন্য দেয়া নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

সুতরাং ভারতীয় কিশোরের ছবি জুড়ে দিয়ে তাকে বাংলাদেশি কিশোর দাবি করে সামাজিক মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য ছাড়াই আর্থিক সহায়তার আবেদন জানানো হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।

Related Stories