HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিগুলো ভারতের অসুস্থ শিশু জোহান এর

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের এক অসুস্থ শিশুর ছবিকে বাংলাদেশের সবুজ দাবি করে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে।

By - Minhaj Aman | 4 Jan 2022 2:30 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ছবি দিয়ে এক বাংলাদেশি শিশুর জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৭ ডিসেম্বর 'Rj Kebria Fans club' নামের ফেসবুক গ্রুপ থেকে একাধিক ছবিসহ একটি পোস্ট করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, গাজীপুর সদরের কোনাবাড়ি, কাশিমপুর গ্রামের পোশাক শ্রমিক ইসমাইল হোসেনের একমাত্র ছেলে মো. সবুজ ক্যান্সারে আক্রান্ত। শিশুটির বয়স মাত্র ৬ মাস। কিন্তু শিশুটি কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই তথ্য এবং তার কোন মেডিকেল ডকুমেন্ট উল্লেখ নেই সেই পোস্টে।

দেখুন পোস্টটির স্ক্রিনশট--


পোস্টের ছবিগুলো আলাদাভাবে দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিগুলো বাংলাদেশের কোনো শিশুর নয়। রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে ছবিগুলো ভারতের বলে নিশ্চিত হওয়া গেছে। এ সংক্রান্ত প্রথম পোস্টটি পাওয়া গেছে একটি ফেসবুক গ্রুপে। গত ২০ ডিসেম্বর 'Helping Hand Foundation' নামের ফেসবুক গ্রুপে ভাইরাল পোস্টের একটি ছবি পাওয়া গেছে। দেখুন--



 

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। 

পোস্টটিতে বলা হয়েছে, জোহান ইমরান আনসারি নামের একটি শিশু বিলিয়ারি এট্রেশিয়া নামক রোগে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাই এর কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন আছে। পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য প্রায় ২১ লাখ রুপি প্রয়োজন। এছাড়া সেখানে বিস্তারিত তথ্য সম্বলিত একটি ওয়েবসাইটের লিংক পাওয়া গেছে।

ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে, এটি (কিটো) মুলত ভারতভিত্তিক একটি ক্রাউডসোর্সিং প্লাটফর্ম 'Ketto'। সেখানে ভাইরাল পোস্টের বাকি ছবিসহ বিস্তারিত তথ্যের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, অসুস্থ শিশুর পিতা-মাতার নাম যথাক্রমে ইমরান এবং রুকাইয়া। দেখুন সেই ওয়েবসাইটের স্ক্রিনশট--


এছাড়া সেখানে সেই শিশুর মেডিকেল ডকুমেন্টস ও আপলোড করা হয়েছে। দেখুন--


ওয়েবসাইটের বিস্তারিত দেখুন এখানে। 

কিটোর ভেরিফায়েড ফেসবুক পেজেও একইরকম ছবিসহ একই তথ্য পোস্ট করা হয়েছে। দেখুন--

Full View

তাছাড়া প্লাটফর্মটির ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলেও একই ছবিসহ পোস্ট পাওয়া গেছে। দেখুন--

অর্থাৎ ভারতের জোহান নামের অসুস্থ শিশুর ছবি দিয়ে বাংলাদেশি শিশুর জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যা বিভ্রান্তিকর ও প্রতারণাপূর্ণ।

Related Stories