সামাজিক মাধ্যম ফেসবুকে হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক ব্যক্তির ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবির ব্যক্তি ছাত্রলীগ কর্মী হওয়ায় সন্ত্রাসীরা তার হাত কেটে ফেলেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৯ ডিসেম্বর 'আশিকুর রহমান আলামিন' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ছবিটি শেয়ার করে বলা হয়, "ছাত্রলীগ করার অপরাধে দাগনভূঞাতে। ছাত্রলীগের এক কর্মীকে হাত কেটে নেয় সন্ত্রাসীরা। এই নৃশংসতার শেষ কোথায়?"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ৬ ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনায় এক তরুণের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই ছবিকে ছাত্রলীগ কর্মীর হাতের ছবি বলে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ছবিটি সম্পর্কে জানতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল 'এনকে বার্তা'-র ওয়েবসাইটে ২০২৫ সালের ৬ ডিসেম্বর "ট্রাকের ধাক্কায় বিচ্ছিন্ন হলো তরুণের ডান হাত" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য পোস্টে সংযুক্ত ছবির মত দুটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বিজয় (২১) নামে এক তরুণের কাঁধ থেকে ডান হাত আলাদা হয়ে পড়েছে। এ সময় মাহমুদুল হাসান (২২) নামে আরও এক মোটরসাইকেল আরোহী তরুণের পা ভেঙ্গে যায়।" স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকা এক্সপ্রেসের ওয়েবসাইটে ২০২৫ সালের ৬ ডিসেম্বর "নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন" শিরোনামে আরেকটি প্রতিবেদনেও আলোচ্য পোস্টে যুক্ত ছবির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বিজয় (২১) নামে এক তরুণের কাঁধ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক তরুণ মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাইমুড়ী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত বিজয় দেওটি ইউনিয়নের বাসিন্দা এবং হাসান পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, রূপালী বাংলাদেশ, নববাংলা, প্রাইম নিউজ বিডি এবং দৈনিক দেশচিত্রের ওয়েবসাইটেও একই তথ্যসহ আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ৬ ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া তরুণের ছবিকে ছাত্রলীগ কর্মীর বলে প্রচার করা হচ্ছে।
সুতরাং সড়ক দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া তরুণের ছবিকে ছাত্রলীগ কর্মীর ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




