HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আগুনে পুড়ে যাওয়া টাকার ছবিটি রংপুরের পীরগঞ্জে সহিংসতার নয়

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি সেপ্টেম্বর মাসেও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতার সাথে এর সম্পর্ক নেই।

By - Md Abdullah Khan | 24 Oct 2021 12:38 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সাম্প্রদায়িক সহিংসতায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জেলেপাড়ায় বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে যাওয়া টাকার ছবি এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

গত ১৯ অক্টোবর "৭yafaz" নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "কখনো কি বুঝবেন, দীর্ঘদিনের সঞ্চয় হয়তো শেষ সম্বলের পোড়া অংশটুকু আগলে রাখার অনুভূতি কেমন? একটা টিনের কোটায় দীর্ঘদিনের সংসারে তিল তিল করে জমানো শেষ অবলম্বনটুকু যখন পুড়িয়ে দেওয়া হয়, সেই কষ্ট, হাহাকারটুকু আমরা কি আসলেই কখনো বুঝবো? ছবিটি রংপুরের পীরগঞ্জের জেলেপাড়ার। ।" অর্থাৎ, দাবি করা হচ্ছে ছবিটি রংপুরের পীরগঞ্জের জেলেপাড়ার এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার সাথে সম্পর্কিত।

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক

বুম বাংলাদেশ দেখেছে, ছবির বর্ণনায় করা কোনো দাবিটি সঠিক নয়। ছবিটি গত সেপ্টেম্বর মাসে একাধিক আইডি ও পেজ থেকেও পোস্ট করতে দেখা গেছে। অর্থাৎ ছবিটি রংপুরের পীরগঞ্জে জেলেপাড়ায় সাম্প্রদায়িক সহিংসতা ও আগুন দেয়ার ঘটনা বা পটুয়াখালীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডের আগেই ফেসবুকে পোস্ট করা হয়েছিল।

রিভার্স ইমেজ সার্চ করে, সামাজিক মাধ্যমে "আমাদের পটুয়াখালি" নামের একটি পেজ সহ একাধিক পেজ ও আইডিতে পটুয়াখালীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডের দাবি করে পোস্ট করা বেশ কয়েকটি ছবির মধ্যে পুড়ে যাওয়া টাকার ছবিটিও খুঁজে পাওয়া যায়। গুগল সার্চে গত ০৭ অক্টোবর "পটুয়াখালীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডে পুড়েছে শতাধিক দোকান" শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি খবর প্রকাশিত হতে দেখা গেছে। "আমাদের পটুয়াখালি" পেজে ৮ অক্টোবর করা পোস্টের স্ক্রিনশটটি দেখুন--

পোস্টটি দেখুন এখানে

এর সূত্রধরে, পটুয়াখালীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডের দাবি করে পোস্ট করা ছবিগুলোর মধ্যে কেবল পুড়ে যাওয়া টাকার ছবিটি সম্পর্কে আরো বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় বুম বাংলাদেশ। অনুসন্ধানের পর গত সেপ্টেম্বর মাসেও সামাজিক মাধ্যম ফেসবুকে এর একাধিক একাউন্ট ও পেজে ছবিটির অস্তিত্ব খুঁজে পায়। তন্মধ্যে, 'Saiful Islam' নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৭ সেপ্টেম্বর "স্বপ্ন পুড়ে ছাই, কৃষি কাজ ও অন্যের জমিতে দিন মজুরি করে একটু একটু করে স্বপ্ন গড়ার লক্ষে এগিয়ে গেলেও আগুনের হাত থেকে রক্ষা পায় নি কিছুই। #SaifulIslam #SaifulIslamGazipur" ক্যাপশন সহ তিনটি ছবি পোস্ট করা হয়, যার প্রথম ছবিটিই ভাইরাল হওয়া সেই পুড়ে যাওয়া টাকার। পোস্টটির স্ক্রিনশট দেখুন--  

পোস্টটি দেখুন এখানে

লক্ষ্যনীয় যে, রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামে বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ১৭ অক্টোবর ২০২১ রোববার রাত ১০টার দিকে আর পটুয়াখালী শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ৭ অক্টোবর। ফলে নিশ্চিত ভাবেই ছবিটি রংপুরের পীরগঞ্জ উপজেলার সাম্প্রদায়িক উত্তজনা বা পটুয়াখালীর নিউমার্কেটে অগ্নিকাণ্ড কোনো ঘটনার নয়। দ্য ডেইলি স্টার ও প্রথম আলোয় এ সংক্রান্ত প্রকাশিত খবর দুইটির স্ক্রিনশট দেখুন--

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনটি দেখুন এখানে এবং প্রথম আলোর প্রতিবেদন দেখুন
এখানে

যেহেতু আগেও ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট হতে দেখা গেছে, তাই এটি রংপুর ও পটুয়াখালীর ঘটনার হওয়া বাস্তবসম্মত নয়।

এদেকে, রংপুরের জেলেপাড়ার সহিংসতার ও পটুয়াখালীর অগ্নিকাণ্ডের না হলেও একাধিক পদ্ধতিতে সার্চ করেও ছবিটি ঠিক কোন ঘটনার তা নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ। তবে আলোচ্য পোস্টগুলোর পুড়ে যাওয়া টাকার ছবিটি বাদে অন্য ছবিগুলো যাচাই করে দেখা হয়নি।

সুতরাং ভিন্ন কোন ঘটনার ছবি রংপুরের পীরগঞ্জের জেলেপাড়ার ও পটুয়াখালীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডের দাবি করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Old Image

Related Stories