HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বান্দরবানের ঘটনাকে এমপি নিক্সনের বাড়িতে অগ্নিকাণ্ড বলে প্রচার

ফরিদপুরের এমপি নিক্সনের বাড়িতে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ

By - BOOM FACT Check Team | 5 Dec 2020 7:13 PM GMT

ফেসবুকে একাধিক পেইজ ও প্রোফাইল থেকে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, সাংসদ নিক্সন চৌধুরীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দেখুন এখানে, এখানে এবং এখানে

'মাওলানা দিদার আহমদ নোমানী' নামের ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যার ক্যাপশন ছিল-

"এত তাড়াতাড়ি খেলা আরম্ভ হবে আশা করিনি। এমপি নিক্সন চৌধুরীকে আল্লাহ হেদায়ত এবং হেফাজত করুন।" দেখুন --


আরো স্ক্রিনশটে দেখুন সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি অসংখ্য মানুষ দেখেছেন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ফরিদপুরেরও নয়। ফেসবুকে ভিডিওটি বিভিন্ন ভার্সনে ছড়ানো হলে এর একটি দীর্ঘতর ভার্সন একাধিক পেইজে পাওয়া গেছে। ভিডিওটির ২৫ মিনিটের একটি ভার্সন পাওয়া গেছে  'দিবানিশি মন' নামের একটি পেইজে। যার শিরোনাম ছিল, "ব্র‍্যকিং নিউজ,, এই মাএ পাওয়া,,, এম, পি,নিক্সন চৌধুরীর বাড়িতে ভয়াবহ আগুন,,"। উক্ত ভিডিওটির ১০ সেকেন্ড থেকেই দেখা যায়, একটি মার্কেটে বেশ কিছু দোকানে আগুন জ্বলছে। সেখানে একটি দোকানের ব্যানার কিছুটা দৃশ্যমান যেখানে লেখা 'পুরবী বার্মিজ মার্কেট'। এছাড়া পাশের দোকানের নামে "বনফুল" অংশটুকু দেখা যাচ্ছে। এছাড়া তারও কিছুটা ডানপাশে ধারণা করা যাচ্ছে ডাচ-বাংলা ব্যাংকের একটি ব্যানার। দেখুন ভিডিওটির এই স্ক্রিনশটটি-


পোস্টটির আর্কাইভ ভার্সন এখানে। 

যার সাথে হুবহু মিলে যায় বান্দরবানের একটি মার্কেটে লাগা অগ্নিকান্ডের একটি ভিডিও এর। Bandarban Sangbad নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২১ আগস্ট "বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২২টি দোকান।।বান্দরবান সংবাদ" শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়। দেখুন ইউটিউবের এই ভিডিওটির স্ক্রিনশট--


এছাড়া যমুনা টিভির একটি খবরে বান্দরবানের উক্ত অগ্নিকান্ডের ব্যাপারে জানা যায়।  

মূলত বান্দরবানের এই অগ্নিকান্ডের ঘটনার ভিডিওকে এডিট করে সেটিকে সাংসদ নিক্সনের বাড়ির অগ্নিকান্ড বলে ছড়ানো হচ্ছে।

তাই আগস্ট মাসের বান্দরবানের মার্কেটের অগ্নিকান্ডকে সাংসদ নিক্সন চৌধুরীর বাড়িতে আগুন লাগার দাবির ভিডিওটি ভুয়া এবং ভিত্তিহীন। 

এছাড়া ফরিদপুরের একাধিক স্থানীয় সাংবাদিকের সাথে কথা বলেছে বুম। তারা জানিয়েছেন, নিক্সনের বাড়িতে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। 

Related Stories