HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি ন্যান্সি পেলোসিকে তাইওয়ান সফরে নিরাপত্তা দেয়ার ঘটনার নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পুরোনো একটি মহড়ার দাবিতে ২০২১ সালেই ইউটিউবে প্রচারিত হয়েছে।

By - Md Abdullah Khan | 12 Aug 2022 11:54 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি সম্প্রতি বিমান বাহিনীর নিরাপত্তা নিয়ে তাইওয়ানে গিয়েছিলেন এবং ভিডিওটি সেই সফরের। ভিডিওতে দেখা যায়, সমুদ্রের মাঝে বেশ কয়েকটি জাহাজ চলছে এবং আকাশে কয়েকটি যুদ্ধ বিমান উড়ছে। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৬ আগস্ট 'Golam Kibria Totoul' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিও ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,

"A Naval fleet including a submarine & an aircraft carrier and 20 war planes were escorting Nancy Pelosi while traveling to Taiwan. It's obviously a proud moment for a lower house speaker but may she will be the most disrespectful state guest ever. And it also an example of another dirty foreign policy of United States.

তাইওয়ানে যাওয়ার সময় ন্যান্সি পেলোসি একটি সাবমেরিন এবং একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যুক্ত নৌবহর এবং ২০ টি যুদ্ধ বিমান কতৃক নিরাপত্তা বেষ্টনীতে ছিলেন। নিম্নকক্ষের একজন স্পিকারের জন্য এটি একটি গর্বের বিষয় হলেও, সে হয়তো ইতিহাসের সবচেয়ে অসম্মানজনক রাষ্ট্রীয় অতিথি হয়ে থাকবেন। এবং তার এই সফর মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি নোংরা পররাষ্ট্রনীতির উদাহরণ হয়ে থাকলো।" পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এই ভিডিও পোস্টের বর্ণনায় করা দাবিটি ভিত্তিহীন।

ভিডিওটি থেকে কী ফ্রেম কেটে রিভার্স সার্চ করে, 'Tinuod TV' নামের ইউটিউব চ্যানেলে একই ভিডিওটি খুঁজে পেয়ে যায়, যা ২০২১ সালের ১৫ এপ্রিল আপলোড করা হয়েছে। ভিডিওটির শিরোনামে ইংরেজি ফিলিপিনো মিশ্রিত ভাষায় লেখা আছে, "JUST IN, US NAVY WARSHIP umaaligid na sa WEST PHILS. SEA...Magkakagirian na ata|| ( স্বয়ংক্রিয় ইংরেজি- JUST IN, US NAVY WARSHIP Hovering over WEST PHILS. SEA...It's going to be fun||)। ভিডিওটি দেখুন--

Full View

ইউটিউবের এই ভিডিওর সাথে ফেসবুকে ভাইরাল ভিডিওটির হুবহু মিল আছে। ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--

ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশট (ডানে)

অর্থাৎ এটি নিশ্চিত যে ভিডিওটি মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির বিমান বাহিনীর নিরাপত্তা নিয়ে তাইওয়ানে যাওয়ার ভিডিও নয়। কারণ সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গিয়েছিলেন চলতি মাসের ২ তারিখে কিন্তু আলোচ্য ভিডিওটি অন্তত এক বছর আগ থেকেই অনলাইনে প্রচারিত হচ্ছে। ফলে ভিডিওটি ন্যান্সি পেলোসির সাম্প্রতিক সফরের হওয়ার সুযোগ নেই। তবে একাধিক কিওয়ার্ড সার্চ করার ভিডিওটি সম্পর্কিত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি এবং বুম বাংলাদেশ ভিডিওটির মূল উৎস স্বতন্ত্রভাবে যাচাই করেও দেখেনি।

দাবিটি এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের ফ্যাক্টচেক টিমও যাচাই করেছে।

সুতরাং যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর মহড়ার পুরোনো ভিডিওকে দেশটির স্পিকার ন্যান্সি পেলোসির সাম্প্রতিক তাইওয়ান সফরের দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Related Stories