HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি চীনের, গঙ্গা-যমুনা মিলনস্থলের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি চীনের একটি প্রদেশের, গঙ্গা-যমুনার নয়।

By - Md Abdullah Khan | 4 April 2022 2:06 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি নদীর মিলনস্থলের ভিডিও ক্লিপ পোস্ট করে দাবি করা হচ্ছে, গঙ্গা-যমুনা নদী মিলিত হওয়ার স্থানের ভিডিও এটি। ভিডিওটিতে দুই রংয়ের পানির মিলনস্থলের দৃশ্য দেখা যায়, যার একপাশে পানির রং পুরোপুরি কাদামাটির মত অর্থাৎ ঘোলা, অপরদিকের রং সবুজ। কিন্তু উভয় রংয়ের পানির স্রোত একে অপরের সঙ্গে না মিশে আলাদাভাবে প্রবাহিত হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৪ মার্চ 'Dipu Majumder' নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়- "গঙ্গা আর যমুনার মিলন স্থল দর্শন করুন 🙏🙏🙏🙏🙏" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি গঙ্গা-যমুনা মিলিত হওয়ার স্থানের নয় বরং চীনের একটি প্রদেশের ভিডিও এটি।

গুগল রিভার্স ইমেজ সার্চে করলে, হুবহু একই ভিডিওটি বেশ কিছু ইন্সাটাগ্রাম হ্যান্ডেলে খুঁজে পাওয়া যায়, যেখানে ভিডিওটি লিবিয়া ও ইতালির মাঝে ভূমধ্যসাগরের বলে বর্ণনা করা হয়েছে।  

ইন্সটাগ্রামের ভিডিওর সাথে দেয়া তথ্যটি আরও যাচাই করার জন্য বুম বাংলাদেশ ইন্সটাগ্রামের ভিডিওটি আরও ভালোভাবে বিশ্লেষন করা শুরু করে। ভিডিওর শুরুতেই, পানির মাঝে একটি নৌযান চলতে দেখা যায়। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় নৌযানটিতে চীনের পতাকা বহন করা হচ্ছে। এর থেকে ধারনা করা যায়, ভিডিওটি চীন নিয়ন্ত্রিত কোনো জলসীমায় ধারণ করা। অর্থাৎ ইতালি- লিবিয়ার নয়। নিম্নের তুলনা দেখুন-- 


এই সূত্র ধরে সার্চ করলে, সাউথ চায়না মর্নি পোস্টের ইউটিউব চ্যানেলে "Yellow River flooding makes for a scenic merge with the Bohai Sea" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটতে ভাইরাল পোস্টে দেখতে পাওয়া হুবহু দুটির নদীর মিলনস্থল দেখতে পাওয়া যায় এবং একটি নৌযানকেও টহল দিতে দেখা যায়। ইউটিউব ভিডিওর বিবরণে লেখা হয়েছে, চীনের দ্বিতীয় বৃহত্তম দীর্ঘ নদী ইয়েলো রিভারের কাদামাটির ঘোলা পানি শানতং (গণপ্রজাতন্ত্রী চীনের পূর্ব উপকূলীয় প্রদেশ) প্রদেশের তংইংয়ের কাছে পোহাই উপসাগরের সাথে মিলছে। বিবরণে আরও বলা হয়, এইরকম দৃশ্য সাধারণত বন্যার সময় দেখা যায়। 

Full View

অর্থাৎ গঙ্গা-যমুনা মিলিত হওয়ার নয় বরং চীনের একটি নদীর পানি পোহাই উপসাগরে মিশে যাবার দৃশ্য এটি।

সুতরাং চীনের পোহাই উপসাগরের একটি ভিডিওকে গঙ্গা-যমুনা মিলনস্থলের বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Related Stories