HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বানোয়াট শিরোনাম, ভিন্ন ঘটনার ছবি ও বিভ্রান্তিকর খবর

বুম বাংলাদেশ দেখেছে, শিরোনামে র‍্যাব কর্মকর্তা লেখা হলেও খবরটি এল সাল্ভাদরের আর ছবিটি বহুল আলোচিত শাহেদের।

By - Minhaj Aman | 5 Sep 2021 4:53 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর প্রকাশ করে বলা হচ্ছে, সাবেক র‍্যাব কর্মকর্তার বাড়িতে পাঁচ জনের লাশ পাওয়া গেছে। দেখুন এরকম একটি পোস্ট এখানে

গত ২৮ আগস্ট 'চ্যানেল24-সত্য খবর, সব সময়, সব দিকে।' নামের একটি ফেসবুক গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম, 'সাবেক র‍্যাব কর্মকর্তার বাড়িতে মিলল ৫ যুবতীর লাশ শিহরিত ফরেনসিক বিভাগ'। খবরটির ডেটলাইনে প্রকাশের সুনির্দিষ্ট তারিখ না থাকলেও ১ সপ্তাহ আগে খবরটি প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। খবরের সাথে একটি ছবিও যুক্ত করা হয়েছে যেখানে বেশ কিছু র‍্যাবের সদস্য হেলমেট পরা এক ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন। দেখুন ফেসবুকের সেই পোস্টের স্ক্রিনশট--

এছাড়া খবরটির একটি স্ক্রিনশট দেখুন--

খবরটির আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটির শিরোনাম বানোয়াট, ছবিটি ভিন্ন ঘটনার এবং মূল খবরটি বিভ্রান্তিকর।

খবরের শিরোনামে 'সাবেক র‍্যাব কর্মকর্তা' এর কথা উল্লেখ করা হলেও খবরের বিস্তারিত অংশে সম্পূর্ণ ভিন্ন তথ্য দেয়া। এতে বলা হয়, মধ্য আমেরিকার দেশ এল সাল্ভাদরে এক সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে সাত নারী ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আল জাজিরার সুত্র দিয়ে সে ব্যক্তির নামও সেই খবরে প্রকাশ করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করা হয়, হুগো ওসোরিও চাভেজ ওসোরিও। ফলে এল সালভাদরের একটি ঘটনাকে বাংলাদেশের র‍্যাপিড একশন ব্যাটালিয়ন অর্থাৎ র‍্যাবের সাবেক কর্মকর্তার ঘটনা বলে দাবি করা হচ্ছে। চলতি বছরের ১৫ মে ঘটা এল সালভাদরের সাবেক পুলিশ কর্মকর্তা সংক্রান্ত ঘটনাটি বিস্তারিত পড়ুন দৈনিক প্রথম আলোর এই প্রতিবেদনে--

প্রথম আলোর প্রতিবেদনটি পড়ুন এখানে। উল্লেখ্য, আলোচ্য খবরটিতে ৫ জন যুবতীর লাশ উদ্ধারের কথা বলা হলেও একাধিক খবরমতে সেখানে ১০টি লাশ পাওয়া গেছে। তন্মাধ্যে, ৭ জন নারী এবং তিন শিশুর লাশ ছিল।

এদিকে খবরটিতে বাংলাদেশের এলিটে ফোর্স র‍্যাবের সদস্য সহ যে ছবিটি ব্যবহার করা হয়েছে, রিভার্স ইমেজ সার্চিং করে দেখা গেছে, প্রতিবেদনের সাথে ছবিটির ঘটনার কোনো মিল নেই। প্রকৃতপক্ষে, বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে গ্রেফতারের ছবি এটি। কোভিড-১৯ আক্রান্তদের ভুয়া সনদসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‍্যাবের মাধ্যমে ঢাকায় আনা হয়। দেখুন বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদনে প্রকাশিত ছবিটি--

প্রতিবেদনটি দেখুন এখানে। 

উল্লেখ্য এই ছবিটি তুলেছেন ঢাকা ট্রিবিউনের ফটো-সাংবাদিক রাজীব ধর।

অর্থাৎ বানোয়াট শিরোনাম'সহ বাংলাদেশের একটি ছবি ব্যবহার করে এল সাল্ভাদরের সাবেক পুলিশ কর্মকর্তার খবর প্রকাশ করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Related Stories