HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অজি ক্রিকেটার স্মিথ বা স্টার্ক শ্রীলঙ্কাকে অর্থসাহায্যের ঘোষণা দেননি

বুম বাংলাদেশ দেখেছে, স্মিথ ও স্টার্ক শ্রীলঙ্কার জন্য জাতিসংঘ গঠিত জরুরি ত্রাণ-তহবিলে অর্থ সহায়তার আহ্বান জানিয়েছেন কেবল।

By - Ummay Ammara Eva | 20 Jun 2022 5:18 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে যে, শ্রীলঙ্কার জনগণকে আস্ট্রেলিয়ান ক্রিকেটার স্মিথ ও স্টার্ক চার মাসের খরচ দেবেন। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে, এখানেএখানে

গত ১৩ জুন 'Touhidul Badol' নামের একটি আইডি থেকে করা পোস্টে লেখা হয়, 'ক্রিকেট আসলেই সুন্দর... শ্রীলঙ্কার জনগণকে চার মাসের খরচ দেবেন স্মিথ - স্টার্করা!' পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ক বা স্টিভেন স্মিথের কেউই শ্রীলঙ্কাকে ব্যক্তিগতভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেননি। মূলত, সম্প্রতি অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকাকে সাহায্য করতে জাতিসংঘ হিউম্যানিটারিয়ান নিডস অ্যান্ড প্রায়োরিটিস (এইচএনপি) নামক একটি সংস্থা চালু করার ঘোষণা দেয়। জাতিসংঘের ওই সংস্থাটির প্রচারণার উদ্দেশ্যে স্মিথ ও স্টার্ক ভিডিওবার্তায় সবাইকে আর্থিক সাহায্য করার আহ্বান জানালে ওই ভিডিওবার্তাটি ভুলভাবে ছড়িয়ে পড়ে।

কী ওয়ার্ড সার্চ করে স্মিথ ও স্টার্কের এরকম কোনো ঘোষণার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং শ্রীলঙ্কায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশনের ভেরিফায়েড টুইটার একাউন্টে একটি ভিডিওবার্তায় দেখা যায়, অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ এবং মিচেল স্টার্ক এক ভিডিওবার্তায় সবাইকে শ্রীলঙ্কার দুর্দিনে সহায়তা করার আহ্বান জানাচ্ছেন। টুইটার পোস্টটি দেখুন--

 জাতিসংঘ গঠিত হিউম্যানিটারিয়ান নিডস অ্যান্ড প্রায়োরিটিস (এইচএনপি) সম্পর্কে জাতিসংঘের নিজস্ব নিউজ পোর্টাল UN News-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়। 'Sri Lanka: UN appeals for $47 million for life-saving aid to 1.7 million people' শিরোনামের ওই প্রতিবেদন থেকে জানা যায়, এ বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত  শ্রীলংকাবাসীদের জীবনযাপনের খরচের ব্যবস্থা করার লক্ষ্যে ওই সংস্থাটির সৃষ্টি। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

এছাড়াও, NDTVAbplive-এর করা দুটি প্রতিবেদন থেকেও জানা যায় যে, অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক শ্রীলংকার সাহায্যে সবাইকে এগিয়ে আসার জন্যে আহ্বান জানিয়েছেন।

সাবেক লঙ্কান ক্রিকেটার সনথ জয়সুরিয়ার একটি টুইটার পোস্ট থেকে ব্যাপারটি আরো স্পষ্ট হয়। টুইটার পোস্টটি দেখুন--

অর্থ্যাৎ শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক দুর্দশায় সহায়তার লক্ষ্যে জাতিসংঘের চালু করা একটি সাহায্য সংস্থার প্রচারণার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্কের দেওয়া ভিডিও বক্তব্যকে ভুলভাবে প্রচার করা হচ্ছে।

সুতরাং, জাতিসংঘের তহবিলে অজি ক্রিকেটারদ্বয়ের করা সাহায্যের অনুরোধকে শ্রীলঙ্কাকে চার মাসের খচর দেবেন বলে প্রচার করা ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories