ফেক নিউজ

এইচএসসি পরীক্ষা বাতিল হতে পারে মর্মে বিভ্রান্তিকর খবর

অজ্ঞাত সূত্রের বরাতে এমন খবর ছড়িয়েছে অখ্যাত কিছু অনলাইন পোর্টাল

By - BOOM FACT Check Team | 29 Aug 2020 10:57 PM IST

এইচএসসি পরীক্ষা বাতিল হতে পারে মর্মে বিভ্রান্তিকর খবর

"এইচএসসি পরীক্ষাও বাতিল হতে পারে!" এমন একটি খবর শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। banglatraffic.com একটি পোর্টাল এরকম খবর প্রকাশ করেছে।


খবরটির শিরোনামে পরীক্ষা না হওয়ার সম্ভাবনার কথা বলা হলেও ভেতরে নামহীন একটি কথিত সূত্রের বরাত ছাড়া আর কোনো তথ্য নেই।

সামাজিক মাধ্যমে এই খবর ছড়ানোর পর শুক্রবারই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে, মন্ত্রণালয় এইচএসসি পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি।


Full View




Tags:

Related Stories