HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আনঅফিশিয়াল একাউন্টের পোস্টকে ইরানের অফিশিয়াল বক্তব্য মনে করেছে গণমাধ্যম

বুম বাংলাদেশ দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। অ্যাকাউন্টগুলো ইরান সরকার কিংবা মিলিটারির অফিশিয়াল হ্যান্ডেল নয়।

By - Tausif Akbar | 30 Jun 2025 6:31 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজে ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে; ইরান সরকারের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলা হয়েছে, মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে, এখানেএখানে

গত ১৭ জুন বেসরকারি সম্প্রচার মাধ্যম ‘এনটিভি’র ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডে উল্লেখ করা হয়, “মি. ট্রাম্প, আমাদের জানতে কারবালার ইতিহাস পড়ুন: ইরান”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



এই তথ্য অনুযায়ী সংবাদ প্রচার করেছে এনটিভি, আরটিভি, দ্য ডেইলি ক্যাম্পাস, বিডি২৪ রিপোর্ট ও সময়ের কন্ঠস্বর

একই তথ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্য হিসেবেও সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। অ্যাকাউন্টগুলো ইরান সরকার কিংবা মিলিটারির অফিশিয়াল হ্যান্ডেল নয়। অর্থাৎ অ্যাকাউন্টগুলোর সাথে ইরান সরকার কিংবা মিলিটারির অফিশিয়ালি কোনো সংশ্লিষ্টতা নেই।

এনটিভির অনলাইন সংস্করণের এ সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামিক রিপাবলিক অব ইরানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, ‘মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন (অনূদিত)’।

প্রতিবেদনে এক্স (সাবেক টুইটার) পোস্টের লিংকটিও এম্বেড করা হয়েছে। তবে লিংকটিতে প্রবেশ করে দেখা যায় অ্যাকাউন্টটি এক্স কর্তৃক সাসপেন্ড করা হয়েছে ফলে আর পোস্টটিও পাওয়া যায়না।

পরবর্তীতে সার্চ করে এই অ্যাকাউন্টের একটি আর্কাইভ কপি পাওয়া যায়। আর্কাইভ কপি থেকে দেখা যায় অ্যাকাউন্টের বায়োতে উল্লেখ করা ছিলো এটি 'স্বাধীন এবং আন-এফিলিয়েটেড' অ্যাকাউন্ট। স্ক্রিনশট দেখুন--



এমনকি এই অ্যাকাউন্টটির সম্পর্কে এক্স (সাবেক টুইটার) একই মালিকানাধীন এবং এক্স প্ল্যাটফর্মের সকল অ্যাকাউন্টের ডেটাবেইজের তথ্যসমৃদ্ধ এআই চ্যাটবট গ্রক'কে জিজ্ঞেস করলেও গ্রক অ্যাকাউন্টটির অফিশিয়াল হওয়ার কোনো প্রমাণ পায়নি। 

এছাড়াও এনটিভির প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ইরান মিলিটারি’র (ফেসবুক) পেজ থেকেও একই বিষয়ে পোস্ট করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন (অনূদিত)’।

সার্চ করে ফেসবুকে 'Iran Military' নামক (ভেরিফাইড নয়) একটি ফেসবুক পেজে পোস্টটি পাওয়া যায়। পেজটিতে তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটির লিংকও পাওয়া যায়। অ্যাকাউন্টটিতে প্রবেশ করে দেখা যায় এটি 'Commentary Account' হিসেবে লেবেলড করা। দেখুন--



এক্স প্ল্যাটর্মের তথ্য অনুযায়ী কমেন্ট্রি অ্যাকাউন্টগুলো প্যারোডি সমগোত্রীয়, যা সাধারণত আনঅফিশিয়াল অ্যাকাউন্ট হিসেবে পরিচালিত হয়। অর্থাৎ 'Commentary Account' হলো; এমন অ্যাকাউন্ট যা প্ল্যাটফর্মটিতে ডিসক্লেইমার ব্যবহার করে কোনো প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী বা বিষয় সম্পর্কে মতামত, আলোচনা-সমালোচনা প্রকাশ করে। 

এছাড়াও এক্স প্ল্যাটর্মের 'কমিউনিটি নোটস' সেকশনে প্রকাশিত আলোচ্য অ্যাকাউন্টের পোস্টের তথ্যে উল্লেখ করা হয়েছে; এটি ইরান সরকার কিংবা মিলিটারির অফিশিয়াল পেজ নয়। এক্স প্ল্যাটর্মের 'কমিউনিটি নোটস' সেকশনে প্রদত্ত নোটস রিভিউ প্রক্রিয়ার পরে (নোটস রাইটার কর্তৃক পিয়ার রিভিউড) প্রকাশিত হয়।

আরো যাচাইয়ের জন্য ইরানের ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান 'Factnameh' -এর ফ্যাক্টচেকার 'Farhad Souzanchi'র কাছে জানতে চাইলে তিনিও নিশ্চিত করেছেন; অ্যাকাউন্টগুলো ইরান সরকার কিংবা মিলিটারির অফিশিয়াল হ্যান্ডেল নয়।

অর্থাৎ অ্যাকাউন্টগুলোর সাথে ইরান সরকার কিংবা মিলিটারির অফিশিয়ালি কোনো সংশ্লিষ্টতা নেই।

সুতরাং গণমাধ্যমে আনঅফিশিয়াল অ্যাকাউন্টের পোস্টকে ইরান সরকার ও মিলিটারির অফিশিয়াল মন্তব্য হিসেবে সংবাদ প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories