সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও (সিসিটিভি ফুটেজ) পোস্ট করে বলা হচ্ছে; জুলাই ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্বারা যুবলীগের এক কর্মীকে গুলি করার দৃশ্য এটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৯ এপ্রিল ‘Raju Khan’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “একজন যুবলীগ কর্মীকে সরাসরি বন্ধুক দিয়ে গুলি করে সমন্বয়ক নামধারী সন্ত্রাসীরা। পাসে এসে সন্ত্রাসীদেরকে রুখে দেয় একজন সাহসি বোন। ধন্যবাদ জানাই বোন তোমাকে।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি ভারতের হরিয়ানায় ২০২৩ সালের ২৭ নভেম্বর ধারণ করা। যাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তিনি সেখানকার বাসিন্দা যার নাম হরিকিষাণ; তিনি একটি হত্যা মামলার অভিযুক্ত আসামী।
আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’-এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৮ নভেম্বর “Man Shot Outside His House. Woman With Broom Chases Attackers Away” শিরোনামে আলোচ্য ভিডিওটি পাওয়া যায়।
ইউটিউবে ভিডিওটির (সিসিটিভি ফুটেজ) বর্ণনায় উল্লেখ করা হয়, হরিয়ানার ভিওয়ানির একটি গলিতে লাগানো সিসিটিভি ক্যামেরায় গতকাল (২৭ নভেম্বর) একটি দৃশ্য ধরা পড়েছে, যেখানে দুটি বাইকে করে আসা চারজন ব্যক্তি তার বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দার উপর গুলি চালাচ্ছে। একজন মহিলা কেবল একটি নারকেলের ঝাড়ু দিয়ে বন্দুকধারীদের তাড়িয়ে দিচ্ছেন।
যাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তার নাম হরিকিষাণ; তিনি সেখানকার রবি বক্সার হত্যা মামলায় অভিযুক্ত আসামী, যার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সাথে যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে (অনূদিত ও সংক্ষেপিত)। সিসিটিভি ফুটেজটির এক কোণেও ২০২৩ সালের ২৭ নভেম্বর ফুটেজটির ধারণকাল পাওয়া যায়। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
ভিডিওটির প্রিভিউ দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ এর মাধ্যমে আরেক ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-তে ২০২৩ সালের ২৮ নভেম্বর “Armed with broom, Haryana woman chases away gunmen in Bhiwani showdown” শিরোনামে ভিডিওটি প্রকাশিত হয় এবং এখানেও একই তথ্য উল্লেখ করা হয়। ফেসবুকে প্রচারিত ভিডিও (বামে) এবং গণমাধ্যমে পাওয়া ভিডিও'র মধ্যে (ডানে) মিল দেখুন--
অর্থাৎ ভিডিওটি ভারতের হরিয়ানায় ২০২৩ সালের ২৭ নভেম্বর ধারণ করা। যাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তিনি সেখানকার বাসিন্দা যার নাম হরিকিষাণ। ভিডিওটি বাংলাদেশে যুবলীগ কর্মীকে গুলি করার নয়।
সুতরাং সামাজিক মাধ্যমে ভারতের স্থানীয় এক বাসিন্দাকে গুলি করার সিসিটিভি ফুটেজ বাংলাদেশে যুবলীগ কর্মীকে গুলি করার দৃশ্য বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।