HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এআই ভিডিও দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভুয়া দাবি প্রচার

প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর সত্যি নয়। নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তার বক্তব্যের ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি।

By - BOOM FACT Check Team | 23 Nov 2025 12:50 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডেস্কে বসে নথি স্বাক্ষর করছেন, পাশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দাঁড়িয়ে আছেন এমন একটা ছবি প্রথমে দেখা যায়, এরপর নিরাপত্তা বাহিনীর দু’জন কর্মকর্তা বক্তব্য প্রদান করছেন। বক্তব্যে তারা বলেন-প্রধান উপদেষ্টা পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন.........। এরকম দুইটি পোস্ট দেখুন এখানে ও এখানে

গত ১৯ নভেম্বর ‘Karim Box Exposed’ নামক একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয় "সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে, পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রধান উপদেষ্টার পদত্যাগের ঘটনাটি ভুয়া। ভিডিওতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তার বক্তব্য বাস্তব কোনো বক্তব্যের নয় বরং এআই প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে। এছাড়াও ভিডিওটির শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাশে সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দাঁড়িয়ে থাকা অবস্থার একটি ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ভিডিও দুইটির শুরুতে জুড়ে দেওয়া হয়েছে।

সার্চ করে গণমাধ্যম সহ গ্রহণযোগ্য কোনো মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনো সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণ করে বক্তব্যে অস্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায়। এছাড়াও সংবাদমাধ্যম-টেলিভিশন চ্যানেলের মাইক্রোফোনের লোগোতে অচেনা-অপরিচিত কিছু লোগো দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে এআই দিয়ে তৈরি ভিডিওতে; এ জাতীয় অসামঞ্জস্যতা দেখা যায়।

ভিডিওতে বাস্তব এমন দৃশ্যের অডিওর তুলনায় ভিডিওটিতে কথা বলার সাউন্ড কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। সাধারণত গুগলের ভিও-৩ বা এর হালনাগাদকৃত মডেল ব্যবহার করে তৈরি করা এআই ভিডিওতে অডিওর এমন উচ্চতর আউটপুট শোনা যায়।

গুগল 'Veo' হলো গুগলের একটি প্রায় বাস্তবসম্মত ভিডিও জেনারেশন টুল যা গুগল ডিপমাইন্ড দ্বারা তৈরি করা হয়েছে। এটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন, ইমেজ-টু-ভিডিও জেনারেশন এবং সর্বশেষ সংস্করণ, ভিও-৩ ভিডিওর পাশাপাশি নেটিভ অডিও তৈরি করতে পারে।

এছাড়াও গুগলের জেনারেটিভ টুল তাদের কন্টেন্টে 'SynthID' নামক এক ধরণের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা খালি চোখে দেখা না গেলেও গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলে টুলটি আলোচ্য ভিডিওটি 'গুগলের এআই টুল দিয়ে তৈরি' বলে ফলাফল দিয়েছে। দেখুন--



ভালো করে খেয়াল করলে ভিডিওটির কোণে 'Veo'-এর লোগোও দেখতে পাওয়া যায়। যদিও বিভিন্ন কারণে সামাজিক মাধ্যমে লোগোটি খুব সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশি দৃশ্যমানভাবে উপস্থাপিত হয়নি।

রিভার্স সার্চ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডেস্কে বসে নথি স্বাক্ষর করছেন, পাশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান দাঁড়িয়ে আছেন এমন আসল ছবিটি তথ্য অধিদফতরে ভেরিফাইড ফেসবুক পেজে পাওয়া যায়। ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গত ০৬ই অক্টোবর ২০২৪ ঢাকায় সেনাবাহিনী সদরদপ্তরে 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪' কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার সময়ের ছবি।

অর্থাৎ ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি।

সুতরাং সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি একটি ভিডিওকে বাস্তব ঘটনার বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories