HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একটি বক্তব্যকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 17 May 2025 7:27 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ চলছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১১ মে 'Gazaria Awami League' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ফটোকার্ডটি শেয়ার করে বলা হয়, ""দেশে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ চলছে :জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার 🖤"। স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একটি বক্তব্যকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলে বানোয়াট প্রচারণা চালানো হচ্ছে।

আলোচ্য পোস্টটি পর্যবেক্ষণ করে পোস্টটিতে যুক্ত ফটোকার্ডে বেসরকারি সম্প্রচার মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের লোগো দেখতে পাওয়া যায়। ফটোকার্ডটির সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে উক্ত ফটোকার্ডটির মত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বা অন্য কোনো গণমাধ্যমেও মির্জা ফখরুলের পক্ষ থেকে এরকম কোনো বক্তব্য প্রদানের তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে ফটোকার্ডটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে ২০২৪ সালের ২ডিসেম্বর "পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ চলছে : জাসদ" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বলেছে, মুক্তিযুদ্ধবিরোধী শক্তিরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে গোলাম আযমের মতো ‘পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার’ করার রাজনীতি করে চলেছে। রিসেট বাটন পুশ করে মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাইছে। গতকাল ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দলটির নেতৃবৃন্দ এমন মন্তব্য করেন। বক্তারা অবিলম্বে হাসানুল হক ইনুসহ সব মুক্তিযোদ্ধা ও রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেন। সভায় সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা।"। স্ক্রিনশট দেখুন--



পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর "মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১–কে মুছে ফেলতে চাইছে: জাসদ" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বলেছে, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১–কে মুছে ফেলতে চাইছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বাংলাদেশের জন্মশত্রুরা তাদের পরাজয়ের প্রতিশোধের রাজনীতি শুরু করেছে। তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে ফেলে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের চেষ্টা করছে।" স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একটি বক্তব্যকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বলে প্রচার করা হচ্ছে।

সুতরাং বিএনপি মহাসচিব মির্জা ফখ্রুল ইসলাম আলমগীরের বলে দাবি করে বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories