ফেক নিউজ

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যুর ভুয়া খবর সামাজিক মাধ্যমে

বুম বাংলাদেশ দেখেছে, খবরটির শিরোনামে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর দেয়া হলেও খবরের বিষয়বস্তু ভিন্ন।

By - Md Abdullah Khan | 5 July 2022 6:35 PM IST

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যুর ভুয়া খবর সামাজিক মাধ্যমে

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যু খবর দেয়া হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৩ জুলাই 'Jago News' নামের ফেসবুক পেজ থেকে অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে লেখা হয়, "ব্রেকিং নিউজঃ ওবায়দুল কাদের আর নেই"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে
পোস্টটি দেখুন এখানে

খবরের বিষয়বস্তুতে লেখা হয়েছে, "বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৯ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।" খবরের স্ক্রিনশট দেখুন--

খবরের আর্কাইভ দেখুন এখানে
খবরের আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন আর বিষয়বস্তুর খবরটিও ভিন্ন।

কি ওয়ার্ড ধরে সার্চ করার পর দেখা গেছে, অনলাইন পোর্টালের খবরের বিষয়বস্তু পুরোনো একটি খবর থেকে কপি করা। গত ৪ জুলাই অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ ডটকমে "ফখরুলের বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল: কাদের" শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, "বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৯ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতারা দেশবিরোধী ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে প্রলাপ বকতে শুরু করেছে বলে জানান ওবায়দুল কাদের।" স্ক্রিনশট দেখুন--

খবরটি দেখুন এখানে

সার্চ করার পর, দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে গত ৩ জুলাই 'ঈদ ঘিরে ওবায়দুল কাদেরের কড়া সতর্কবার্তা' শিরোনামে খবর প্রকাশিত হতে দেখা গেছে। স্ক্রিনশট দেখুন--

খবরটি পড়ুন এখানে

অর্থাৎ অখ্যাত পোর্টালে প্রকাশিত খবরের শিরোনামের সাথে বিষয়বস্তুর কোনো মিল নেই। খবরটির শিরোনামে ওবায়দুল কাদেরের মৃত্যুর সংবাদ দেয়া হলেও খবরে বিস্তারিত অংশে সে সম্পর্কিত কোনো তথ্য নেই।

এদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, দলটির সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যু হলে দেশের সব গণমাধ্যমে খবর প্রচার হওয়ার কথা। কিন্তু নানাভাবে সার্চ করেও গণমাধ্যমে ওবায়দুল কাদেরের সম্পর্কে আলোচ্য শিরোনামের অনুরূপ কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে ভিন্ন তথ্য উল্লেখ করে, পুরোনো খবর কপি করে একাধিক অনলাইন পোর্টালে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories