সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি শেয়ার করা হচ্ছে। যাতে বলা হয়, যাত্রীদের ন্যায্য ভাড়া দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করেছে। বিজ্ঞপ্তিটিতে বিভিন্ন যানবাহনের জন্য প্রযোজ্য একটি ভাড়ার তালিকাও যুক্ত করা হয়। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৭ এপ্রিল 'Fahim Hasan' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করে বলা হয়, "বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক নিম্নোক্ত রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করা হইল :"। পোস্টে যুক্ত বিজ্ঞপ্তিটিতে বলা হয়, "বরিশাল সিটি কর্পোরেশন এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ এবং হলুদ অটো ও সিএনজি চালকগণের অবগতির জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হইল। সম্প্রতি লক্ষ্য করা যাইতেছে যে, কিছু অসাধু হলুদ অটো ও সিএনজি চালক কর্তৃক যাত্রীদের নিকট হইতে অতিরিক্ত ভাড়া আদায় করা হইতেছে। যাত্রী সাধারণের ন্যায্য ভাড়া প্রাপ্তি নিশ্চিত করিবার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক নিম্নোক্ত রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করা হইল:"। বিজ্ঞপ্তিটিতে বিভিন্ন যানবাহনের জন্য প্রযোজ্য একটি ভাড়ার তালিকাও যুক্ত করা হয়। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে যুক্ত বিজ্ঞপ্তিটি ভুয়া। বরিশাল সিটি কর্পোরেশনের নামে প্রচারিত এবং সিটি কর্পোরেশনটির প্রধান নির্বাহী কর্মকর্তার জাল স্বাক্ষর ব্যবহার করে তৈরি করা এই বিজ্ঞপ্তিটি ভুয়া বলে সিটি কর্পোরেশনটির ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে সিটি কর্পোরেশনটির পক্ষ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সিটি কর্পোরেশনের ওয়েবসাইটেও এরকম কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে বরিশাল সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে আলোচ্য পোস্টে যুক্ত বিজ্ঞপ্তিটি নিয়ে গত ১৭ এপ্রিল করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "“বরিশাল সিটি কর্পোরেশন” নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা “স্মারক নং: ৫৪২” শিরোনামে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক কোনোভাবেই অনুমোদিত নয়। উল্লেখ্য, উক্ত বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে, যা একটি গুরুতর অপরাধ। নগরবাসীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বরিশাল সিটি কর্পোরেশনের কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমেই প্রচারিত হয়। অনুগ্রহ করে ভুয়া তথ্য ও গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকুন এবং এমন কার্যকলাপ সম্পর্কে স্থানীয় প্রশাসনকে অবহিত করুন। বরিশাল সিটি কর্পোরেশন, তারিখ: ১৭/০৪/২৫"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টে যুক্ত বরিশাল সিটি কর্পোরেশনের নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া। বরিশাল সিটি কর্পোরেশন যানবাহনের ভাড়া নির্ধারণ করে এরকম কোনো তালিকা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
সুতরাং বরিশাল সিটি কর্পোরেশনের নামে যানবাহনের ভাড়ার তালিকার ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।