ফেসবুকে প্রয়াত বলিউড অভিনেতা ওম পুরীর করা ইসলাম ধর্ম সম্পর্কিত একটি ভুয়া বক্তব্য শেয়ার করা হচ্ছে। তিনি নাকি বলেছিলেন, ''পৃথিবীতে ইসলাম ছাড়া কোনও ধর্ম থাকা উচিত নয়।'' 
অনেকে আওয়ারইসলাম২৪ডটকম নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনের লিংক শেয়ার করছেন যার শিরোনাম, "পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকা উচিত নয় : বলিউড অভিনেতা"। আওয়ারইসলাম২৪ডটকম এর প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে। 
গত কয়েক বছর ধরে এই খবর ফেসবুকে বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে। দেখুন স্ক্রিনশটে--
বুম বাংলাদেশ পাকিস্তানি টিভি চ্যানেলকে দেওয়া ওম পুরীর একটি  সাক্ষাৎকার খুঁজে পেয়েছে যেখানে পশ্চিমা বিশ্বে ইসলামের ধারণা সম্পর্কে উত্তর দিতে গিয়ে ওম পুরী বলেন, "মুসলিমরা নাকি ভাবে ইসলাম ছাড়া আর কোনও ধর্ম থাকা উচিত নয়। শুধুমাত্র ইসলাম থাকা উচিত। আর ইসলামই সবথেকে বড় ধর্ম। এইরকম ধারনা মুসলিমদের সম্পর্কে করা হয়। কিন্তু এটা একদমই সত্য নয়।" তার এই বক্তব্য পরিবর্তিত হয়েই ওই ভুয়া খবরটি ছড়াচ্ছে। 
বুম ইউটিউবে 'ওম পুরী টকস্ অ্যাবাউট ইসলাম' সার্চ করে একটি ইউটিউব ভিডিওর সন্ধান পায় যেখানে এক সাক্ষাতকারে অভিনেতা ওম পুরীকে ইসলাম ধর্ম নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায়।
ওই সাক্ষাৎকারে পাকিস্তানি চ্যানেল দুনিয়া নিউজ এর লোগো দেওয়া ছিল। বুম দুনিয়া নিউজের মুল 
ভিডিওটি ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে খুঁজে পেয়েছে। 
২০১৪ সালের ২৭ মার্চ পাকিস্তানি সাংবাদিক ও উপস্থাপক কামরান সাহিদের সঙ্গে আলোচনায় ওম পুরী তার ধর্ম বিশ্বাস, মতাদর্শ ইত্যাদি নিয়ে নানা কথা বলেন। ভিডিওটির ১৩ মিনিট ৪৮ সেকেন্ডে কামরান সাহিদ ওম পুরীর কাছে জানতে চান ভারত ও পশ্চিম দুনিয়ায় মুসলিমদের সম্পর্কে ধারনা কিরকম। ওই প্রশ্নের উত্তরে ওম পুরী বলেন, '...আমি খোলাখুলি বলছি দুর্ভাগ্যবশত মুসলিমদের সম্পর্কে ধারনা কট্টর। মনে করা হয় ওরা চায় সারা দুনিয়া যেন ইসলাম গ্রহন করে। আর কোনও ধর্ম থাকা উচিত নয়। শুধুমাত্র ইসলাম থাকা উচিত। আর ইসলামই সবচেয়ে বড় ধর্ম। এইরকম ধারনা মুসলিমদের সম্পর্কে করা হয়। কিন্তু এটা একদমই সত্য নয়...।' 
ওম পুরী আরও বলেন, 'আমি তিন-চার দিন লাহোরে ঘুরছি। বিভিন্ন লোকজনের সঙ্গে মিশেছি। ইসলাম আমাদের ভারতীয় সংস্কৃতিতে বড় অবদান রেখেছে। ভারতে যারা হানা দিয়েছে তারা ভারতে থাকা নিজস্ব সংস্কৃতির সঙ্গে মিশেছে। হিন্দুস্তান ইসলামের থেকে অনেক কিছু শিখেছে। কবিতা, স্থাপত্য, খাবার দাবার হিন্দুস্তানি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।'
 তার আগে ওই সাক্ষাৎকারেই ওম পুরী বলেন, '..আমি সুফি দের মতো মানি ইশ্বর সব জায়গায় আছেন।..আমার ভাইপো খ্রিষ্টান ধর্ম গ্রহন করেছে আমাকে না জানিয়ে। আমার খারাপ লেগেছে জানায়নি বলে। জানায়নি তো কি হয়েছে। জানালে বাধা দিতামনা। আমি শুধু বলেছি আমাকে না জানিয়ে আমাকে ছোট করেছো। আমার খারাপ লেগেছে। আমার নিজের ছেলেকও বাধা দেবো না। কাল ছেলে যদি বলে ইসলাম ধর্ম নেবে তাকেও বাধা দেবো না। তবে ঠিক ঠাক ভাবে মানুক। আজ ইসলাম ধর্ম গ্রহণ করে কাল যদি বলে জঙ্গিদের সঙ্গে মিশছি আবার ইসলামও মানি এরকম করলে আমি সম্মতি দেবনা...।' 
প্রতিবেদনটি বুম লাইভের এই 
প্রতিবেদন অবলম্বনে তৈরী।