HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আন্দোলনরত শিক্ষার্থীদের জড়িয়ে এডিটেড ছবি প্রচার

বুম বাংলাদেশ এডিটেড ছবিটির প্রকৃত ভার্সনটি বিডিনিউজ টোয়েন্টি ফোর'সহ মূলধারার একাধিক গণমাধ্যমে খুঁজে পেয়েছে।

By - Minhaj Aman | 9 Dec 2021 7:30 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাকার্ডসহ একটি ছবি বেশ কিছু পেজ ও প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছে। দেখুন এমন দুটি পোস্ট এখানে ও এখানে

গত ৬ ডিসেম্বর 'ঐক্যের আন্দোলন' নামের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়। ছবিটিতে ইউনিফরম পরা বেশ কিছু শিক্ষার্থীর হাতে দুটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। সামনের বড় প্ল্যাকার্ডে লেখা আছে, 'লাইসেন্স বিহীন সরকার এই মুহূর্তে বাংলা ছাড়'। এছাড়া পেছনের প্ল্যাকার্ডের লেখাটির বেশ কিছু অংশ পড়া যাচ্ছে। সেখানে লেখা আছে, 'শিক্ষার্থীদের সাথে উগ্র ব্যবহার করা … না'। এছাড়া ছবিটির আরো পেছনে একটি নীল ব্যানারে ইংরেজিতে 'VOLVO' লেখা একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট-- 


ছবিটি আলাদাভাবে দেখুন–


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি এডিট করা। রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে আসল ছবিটি খুঁজে পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমে এ আসল ছবিটি প্রকাশিত হয়েছিল ৫ ডিসেম্বর ২০২১ এ। 'Bus owners accept 50% student discount in all metropolitan areas' শিরোনামের একটি খবরের সাথে যুক্ত ছবিটিতে বেশ কিছু ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের দুটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। সেখানে প্রথম প্ল্যাকার্ডে লালকালিতে লেখা আছে, 'হাফ পাশ ভিক্ষা না, আমাদের অধিকার'। এর পাশের প্ল্যাকার্ডে লেখা আছে, "শিক্ষার্থীদের সাথে উগ্র ব্যবহার করা .. না" যা আলোচ্য ছবিটির সাথে হুবহু মিলে যাচ্ছে। এছাড়া পেছনের নীল ব্যানারটি লেখাসহ মিলে যাচ্ছে ফেসবুক পেজে পোস্ট করা ছবির সাথে। দেখুন বিডিনিউজের সেই ছবিটি--


খবরটি পড়ুন এখানে

মূলত সামনের প্ল্যাকার্ডের লালকালির লেখাটিকে এডিট করে ভিন্ন বক্তব্য যুক্ত করা হয়েছে। ছবি দুটো পাশাপাশি দেখুন--

এডিটেড ছবি (বামে) এবং আসল ছবি (ডানে)

এছাড়া একই ছবি ইংরেজি পত্রিকা দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেসে 'Bus owners accept 50pc student discount in all metropolitan areas' শিরোনামে একটি খবরের সাথেও পাওয়া গেছে। দেখুন--


খবরটি পড়ুন এখানে

আসল ছবিটি খুঁজে পাওয়া গেলেও ছবিটি ঠিক কবে তোলা বা ফটোগ্রাফার কে এসব বিস্তারিত তথ্য বের করতে সক্ষম হয়নি বুম বাংলাদেশ। তবে ইতিমধ্যে আজকের পত্রিকা অনলাইনও এই ছবিটিকে এডিটেড বলে চিহ্নিত করেছে। পড়ুন তাদের ফ্যাক্টচেক রিপোর্ট এখানে। 

উল্লেখ্য দীর্ঘদিন ধরে হাফ পাস বাস্তবায়নসহ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অর্থাৎ হাফ পাসের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের প্ল্যাকার্ড এডিট করে ভিন্ন বক্তব্য যুক্ত করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

Related Stories