সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, দৈনিক যুগান্তর জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মন্তব্য “জামায়াত ক্ষমতায় এলে পুরুষদের চার বিয়ের স্বাধীনতা দেওয়া হবে" নিয়ে একটি ফটোকার্ড প্রচার করেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
আজ ৩০শে অক্টোবর 'MD Riad Bhuiyan' নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচ্য ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি সম্পাদিত। দৈনিক যুগান্তরের গত ২৫ সেপ্টেম্বরের "নিউইয়র্ক বিমানবন্দর থেকে আলাদা বের হওয়ার কারণ জানালেন জামায়াত নেতা তাহের" শীর্ষক ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ডে উল্লিখিত তারিখ অনুযায়ী (২৭ অক্টোবর) দৈনিক যুগান্তরের ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে আলোচ্য শিরোনামের সংবাদের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এমনকি দাবিকৃত মন্তব্যটি সার্চ করে যুগান্তরসহ কোনো গণমাধ্যমেই এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত আলোচ্য ফরম্যাটের অন্যান্য ফটোকার্ডের সাথে প্রচারিত ফটোকার্ডটির লেখার ফন্ট ও তারিখ ভিন্ন জায়গায় লেখাসহ কয়েকটি অসঙ্গতি পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ, যুগান্তরের আলোচ্য ফরম্যাটের একটি ফটোকার্ড সম্পাদনা করা হয়েছে।
পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তরের ফেসবুকে গত ২৫ সেপ্টেম্বর "নিউইয়র্ক বিমানবন্দর থেকে আলাদা বের হওয়ার কারণ জানালেন জামায়াত নেতা তাহের" শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটির সাথে সম্পাদিত অংশ ব্যতীত বাকি সকল ফরম্যাটের মিল পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও যুগান্তরের ফেসবুক পেজে পাওয়া সম্ভাব্য মূল ফটোকার্ড (ডানে) এর পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক যুগান্তরের একটি ফটোকার্ডকে বিকৃত করে বানোয়াট মন্তব্য যুক্ত করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।




