HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইসলাম গ্রহণ করা দাউদ কিম কোরিয়ান ব্যান্ড দল বিটিএস সদস্য নন

বুম বাংলাদেশ দেখেছে, জনপ্রিয় ইউটিউবার দাউদ কিমের ইসলাম গ্রহণের ঘটনাটি তিন বছর আগের এবং তিনি বিটিএস এর সদস্য ছিলেন না।

By - Ummay Ammara Eva | 29 April 2022 3:49 PM GMT

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কিছু আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে যে, জনপ্রিয় কোরিয়ান ইউটিউবার ও গায়ক জো কিম সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস এর সদস্য। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

গত ১৬ এপ্রিল 'Dourjoy Ahmod Reza' নামের একটি আইডি থেকে একটি  ভিডিও পোস্ট করে লেখা হয়, "আলহামদুলিল্লাহ ☝️ BTS সদস্য দাউদ কিম ইসলাম কবুল করেছেন।এবং তিনি হজ্ব ও করেছেন। দাউদ কিম BTS সদস্য যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন।😍" পোস্টের স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাউদ কিমের ইসলাম গ্রহণের খবরটি সাম্প্রতিক নয় বরং তিন বছর আগের ঘটনা এবং দাউদ কিম দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস সদস্যও নন। তবে, দাউদ কিম কোরিয়ান পপ (কে-পপ) গায়ক ছিলেন।

কী ওয়ার্ড সার্চ করে জানা যায়, দাউদ কিম ১৯৮৩ সালে দক্ষিণ কোরিয়ার একটি ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামিক গবেষণাকারী  ওয়েবসাইট 'IslamiCity' দাউদ কিমের নামে একটি পেজ খোলে যেখানে তার ইসলাম গ্রহণের কথা উল্লেখ বলা হয়, দাউদ কিম দক্ষিণ কোরিয়ার সিউল সেন্ট্রাল মসজিদে গিয়ে ইসলাম গ্রহণ করেন। দেখুন এখানে। আবার, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদপত্র "The National" তাদের 'K-pop singer Daud Kim performs pilgrimage on his first trip to Islam's holiest cities' শিরোনামের প্রতিবেদনে দাউদ কিমের ইসলাম গ্রহণের বছর হিসেবে ২০১৯ সালকে উল্লেখ করে।

২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর দাউদ কিমের ইউটিউব চ্যানেল 'Daud Kim'-এ 'Finally I became a Muslim' শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে প্রথম থেকেই দেখা গেছে যে, দাউদ কিম কালেমা তাইয়্যেবা পড়ে ইসলাম গ্রহণ করলেন এবং এর পরেই দেখা যায় যে, একজন আলেম তাকে ইসলামের পথে কীভাবে অগ্রসর হতে হবে এবং কীভাবে একজন ভালো মুসলিম হয়ে উঠতে হবে সে ব্যাপারে উপদেশ দিচ্ছেন।

Full View

উপরের ভিডিও থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, দাউদ কিমের ইসলাম গ্রহণের ঘটনাটি সাম্প্রতিক নয় বরং ঘটনাটি ২০১৯ সালের।

ফেসবুকের ওই পোস্টে আরো দাবি করা হয়েছে, দাউদ কিম দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড BTS এর সদস্য। 

কি-ওয়ার্ড সার্চ করে ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC অনলাইনে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড BTS (Bangtan Boys)-র উপরে একটি প্রতিবেদন খুঁজে পায় বুম বাংলাদেশ। সেখানে বিটিএস এর সব সদস্যদের নাম উল্লেখ করা হয়, যেখানে জে কিম বা দাউদ কিম নামের কোনো সদস্যের নাম নেই। প্রতিবেদনটির সংশ্লিষ্ট অংশের স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

তবে, দাউদ কিম নিজে একজন কোরিয়ান পপ-গায়ক ছিলেন। কী ওয়ার্ড সার্চ করে ALLKPOP নামের একটি কোরিয়ান পত্রিকা থেকে জানা যায়, জে কিম দক্ষিণ কোরিয়ার বিখ্যাত বহুজাতিক বিনোদন সংস্থা 'SM Entertainment'-এর তৈরি করা গানের ব্যান্ডদল 'TraxX'-এর কণ্ঠশিল্পী ছিলেন। দেখুন স্ক্রিনশট--


সুতরাং ইউটিউবার ও গায়ক দাউদ কিমের ইসলাম গ্রহণের তিন বছর পুরোনো ঘটনা নতুন করে ফেসবুকে প্রচার করা হচ্ছে এবং তাকে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের সদস্য হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিমূলক।

Related Stories