HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

যুক্তরাষ্ট্রের দাবানলের ছবিকে বাংলাদেশে সাম্প্রদায়িক দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি বাগেরহাটে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নয় বরং ক্যালিফোর্নিয়ায় দাবানলে ভস্ম হওয়া বাড়ির।

By - Ameer Shakir | 12 April 2022 7:28 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে অগ্নিকাণ্ডে একটি ঘর ভষ্ম হচ্ছে এমন ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, বাগেরহাটের মোড়লগঞ্জের আমড়বুনিয়া গ্রামে হিন্দু বাড়িঘরে আগুন দেয়ার ঘটনার ছবি এটি। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গতকাল ১২ই এপ্রিল 'Arjun Karmaker Joy' নামের ফেসবুক আইডি থেকে অগ্নিকাণ্ডের একটি ছবি পোস্ট করে বলা হয়, "জ্বলছে সোনার বাংলা😊 সাম্প্রদায়িক হিংসার আগুনে পুড়ছে বাগেরহাটের মোড়লগঞ্জের আমড়বুনিয়া! সোনার বাংলা হিন্দুমুক্ত হতে আর কত দেরী পাঞ্জেরী? #SaveBangladeshiHindus"। পোস্টের স্ক্রিনশট দেখুন এখানে--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। উক্ত পোস্টের ছবিটি মূলত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত বছরের সেপ্টেম্বর মাসে ছড়িয়ে পড়া দাবানলে একটি বাড়ি ভস্মিভূত হওয়ার ঘটনার।

রিভার্স ইমেজ সার্চ করে ছবিটি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরের সাথে পাওয়া গেছে। তন্মধ্যে দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার অনলাইন ভার্সনে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় শাস্তা কাউন্টিতে ছড়িয়ে পড়া দাবানল নিয়ে গত বছরের ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত খবরের স্ক্রিনশট দেখুন--


নিউইয়র্ক টাইমস্ পত্রিকায় বলা হয়, সেখানকার বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার জন্য এক নারীকে অভিযুক্ত করেছে কর্তৃপক্ষ।

পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর "Thousands flee raging California Fawn fire as woman arrested with lighter in her pocket" শিরোনামে দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরে বলা হয়, অরণ্যে ছড়িয়ে পড়া ওই দাবানলে সুত্রপাতের সাথে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন সেই নারীকে গ্রেফতার করা হয়েছে। আলোচ্য ছবিটি সহ খবরের স্ক্রিনশট দেখুন--


উভয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিটির ক্যাপশনে ফটো ক্রেডিট দেয়া হয়েছে সংবাদ সংস্থা Associated Press-AP এর ফটোগ্রাফার Ethan Swope কে। এর সুত্র ধরে সার্চ করে ছবিটি AP এর ইমেজ আর্কাইভে খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ। দেখুন স্ক্রিনশট--


এতে বলা হয়েছে, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার শাস্তা কাউন্টির বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়লে ওল্ড ওরেগন ট্রেইলের কাছে একটি বাড়ি ভস্মিভূত হয়ে যায়।

অর্থাৎ ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শাস্তা কাউন্টিতে দাবানলে একটি বাড়ি ভস্মিভূত হওয়ার। বাগেরহাটের হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের সাথে এর কোন সম্পর্ক নেই।

প্রসঙ্গত, বাগেরহাটের মোরলগঞ্জে ফেসবুকে ইসলাম ও মহানবী (সা.) কে অবমাননা করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে গত সোমবার রাতে জনৈক কৌশিক বিশ্বাসের বাড়িতে ভাঙচুরের ঘটনার খবর প্রকাশিত হয়েছে একাধিক সংবাদমাধ্যমে। দ্য ডেইলি স্টারে প্রকাশিত এ সংক্রান্ত একটি খবর দেখুন এখানে

সুতরাং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে একটি বাড়ি ভস্মিভূত হওয়ার ছবি বাংলাদেশের বাগেরহাটে সাম্প্রদায়িক সহিংসতার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories