সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি দোকানে কয়েকজন ভাঙচুর করছে এমন একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি বাংলাদেশের দোকানে ডাকাতদের একটি দল ডাকাতি, লুটপাট করার জন্য দোকান ভাংচুর করছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩ আগস্ট ‘Md Jamal’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “সুদি ইউনুসের সংস্কার,মুদি দোকান ডা’কাত দল লু’ট করার জন্য ভাং’চু’র করছে…! ২৯/০৭/২০২৫।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় বরং এটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একটি ডাকাতির ঘটনার ভিডিও।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Narendra Nath Mishra’ নামের একটি এক্স একাউন্টে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। গত ৩ আগস্ট প্রকাশিত ভিডিওটির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরীর। ভিডিওটি দেখুন--
আলোচ্য আইডিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি একজন ভারতীয় সাংবাদিক।
পাশাপাশি রিভার্স ইমেজ সার্চে ‘Abhimanyu Singh Journalist’ নামের এক্স একাউন্টে আরো একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। গত ২ আগস্ট প্রকাশিত ওই ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের শিবপুরীর। যেখানে দোকানদার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। ভিডিওটি দেখুন--
অর্থাৎ, আলোচ্য দাবিতে প্রচারিত দোকানে ভাঙচুরের ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয় বরং এটি ভারতের।
সুতরাং ভারতের ভিডিও দিয়ে বাংলাদেশের দোকানে ডাকাতির দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।