HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কলকাতার তারকা জুটি শুভশ্রী-রাজের ইসলাম গ্রহণের খবরটি ভুয়া

বুম বাংলাদেশ দেখেছে, শুভশ্রী-রাজের আজমীর শরীফ ভ্রমণের ছবি দিয়ে তাদের ইসলাম গ্রহণের ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে।

By - Minhaj Aman | 29 March 2022 4:08 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং তার স্বামী রাজ চক্রবর্তীর ছবি দিয়ে দাবি করা হচ্ছে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৭ মার্চ 'Miss Chocolate' নামের ফেসবুক পেজ থেকে কলকাতার অভিনেত্রী শুভশ্রী এবং স্বামী রাজ চক্রবর্তীর একাধিক ছবি পোস্ট করা হয়েছে। ছবিগুলোর ক্যাপশনে বলা হয়েছে, 'পরিবারসহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন রাজ চক্রবর্তী! আল্লাহ তাদের গ্রহণ করুন আমিন.!!' দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--


এরকম আরো একটি স্ক্রিনশট দেখুন–


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শুভশ্রী-রাজ চক্রবর্তী সংক্রান্ত এ দাবিটি ভিত্তিহীন। তাদের ইসলাম ধর্ম গ্রহণের খবর কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি। এছাড়া একাধিক উৎস থেকে নিশ্চিত হওয়া গেছে, ছবিগুলো তাদের গতদিনের আজমীর শরীফ ভ্রমণের। গত ২৭ মার্চ রাজ চক্রবর্তীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একই ছবিগুলো পোস্ট করা হয়েছিল। সেটার ক্যাপশনে বলা হয়েছে, গতরাতে আমরা সবাই আজমীর শরীফ ভ্রমণে গিয়েছিলাম। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--


ফেসবুক পোস্টটি দেখুন এখানে

এছাড়া এ সংক্রান্ত খবর প্রকাশ করেছিল ভারতের গণমাধ্যমগুলো। জি নিউজ বাংলায় একই ছবিগুলোসহ একটি খবর প্রকাশ করে। সেখানে বলা হয়, বন্ধু ও পরিবারের সঙ্গে রাজস্থানে ছুটি কাটাতে গিয়েছেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। দেখুন--


জিনিউজের খবরটি দেখুন এখানে।

এছাড়া বাংলাদেশের একাধিক মাধ্যমেও খবরটি প্রকাশিত হয়েছে। দেখুন চ্যানেল ২৪ এর খবরটি--


পড়ুন এখানে।

কিন্তু এই খবরগুলোতে কোথাও বলা হয়নি যে শুভশ্রী-রাজ জুটি ইসলাম গ্রহণ করেছেন।

অর্থাৎ শুভশ্রী-রাজ চক্রবর্তীর আজমীর শরীফে ঘুরতে যাওয়ার ছবি দিয়ে তাদের ইসলাম গ্রহণের ভিত্তিহীন খবর প্রকাশ করা হচ্ছে।

Related Stories