HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ট্রফি কেড়ে নেওয়ার গুজব ফেসবুকে

বুম বাংলাদেশ দেখেছে, ইনস্টাগ্রামে একটি স্যাটায়ার পোস্ট থেকে সামাজিক মাধ্যমে এই ভুয়া খবরটি ছড়িয়ে পড়ে।

By - Tausif Akbar | 30 Nov 2023 7:32 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে,  'অস্ট্রেলিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হবে ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এর ট্রফি। পুরোপুরিভাবে ট্রফি পেতে হলে ভারতের সাথে আরো দুটো ম্যাচ খেলতে হবে'। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে

গত ২৪ নভেম্বর ‘Saiyad Rifad’ নামক ফেসবুক প্রফাইল থেকে "অস্ট্রেলিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হবে ট্রফি। ভারতের সঙ্গে খেলতে হবে আরো দুটো ম্যাচ। খেলা হবে” ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন–



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। একটি স্যাটায়ার বা ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে উৎপত্তি হয়ে ভুয়া খবরটি সামাজিক মাধ্যমে সত্য খবর হিসেবে বিস্তার লাভ করে।

সার্চ করে ভারতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ জাতীয় কোনো খবর পাওয়া যায়নি, তবে ছবি ও ক্ষুদে ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে 'thefauxysports' নামের একটি একাউন্ট থেকে এ বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন (পোস্ট) পাওয়া যায়। তবে ভিডিওতে একাউন্টটির লোগোর নিচে স্যাটায়ার বিষয়টি উল্লেখ করা ছিল। এমনকি একাউন্টটির ডেসক্রিপশনেও 'এটি ক্রীড়া বিষয়ক স্যাটায়ার সংক্রান্ত একাউন্ট' উল্লেখ করা রয়েছে। ভিডিও প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--



 ইনস্টাগ্রাম পোস্টটির প্রিভিউ দেখুন--


এছাড়াও, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় (মালায়লাম ভাষার) সংবাদমাধ্যম 'AsianetNews' এর এক তথ্য যাচাই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "খবরটি সত্য নয়"।

এদিকে, গত ২৫ নভেম্বর ‘Bartaman Samay’ নামের ফেসবুক পেজ থেকে "অস্ট্রেলিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হবে ট্রফি! ভারতের সাথে খেলতে হবে আরো দুটো ম্যাচ?” ক্যাপশনে একটি ভিডিও প্রতিবেদন পোস্ট করা হয়। যদিও ২.৫৬ মিনিটের ভিডিওর একদম শেষদিকে খবরটিকে অসত্য বলা হয়েছে তবে ব্যবহারকারীরা পুরো ভিডিও না দেখলে খবরটিকে সত্য বলে মনে করতে পারেন। এই প্রতিবেদনের কমেন্টে কিছু বিভ্রান্তিও দেখা যায়। এমনকি এই ভিডিওটির একটা অংশ কেটে কিছু ব্যবহারকারীরা বিভ্রান্তিকরভাবে প্রচার করেছে এবং অনলাইন সাইটেও খবর হিসেবে প্রকাশ করেছে। ‘Bartaman Samay’ এর ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য সংবাদটি সত্য নয়, বরং মজার ছলে তৈরি করা বানোয়াট কন্টেন্ট রূপান্তরিত হয়ে সত্য সংবাদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সুতরাং ক্রিকেট বিশ্বকাপ ট্রফি-২০২৩ সংক্রান্ত বিষয় নিয়ে তৈরি করা স্যাটায়ার, সত্য খবর হিসেবে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories