HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বইমেলার স্টলে জাফর ইকবালের সাথে কুকুরের ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, বইমেলার স্টলের সামনে কুকুর দাঁড়িয়ে আছে এমন একটি ছবিকে এডিট করে জাফর ইকবালের বসানো হয়েছে।

By - Ummay Ammara Eva | 23 Feb 2024 7:15 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক একাউন্ট ও পেজে বইমেলার স্টলে লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের সাথে একটি কুকুরের ছবি প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ১৮ জানুয়ারি 'Mufti Amir Hamza🎙️' নামে একটি ফেসবুক গ্রুপে 'Md Iqbal Hossain' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে এমন একটি ছবি পোস্ট করে বলা হয়, "যেমন লেখক, তেমন পাঠক 😃😃 ক্যামরা ম্যান কে নোবেল দেওয়া উচিত!!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। মূল ছবিতে বইমেলার স্টলে বইয়ের দিকে তাকিয়ে থাকা একটি কুকুর দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও এর পাশে জাফর ইকবাল নয় বরং ভিন্ন এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি 'Naziur Rahman Nayem' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে করা একটি পোস্টে আলোচ্য ছবিটির মত দেখতে একটি ছবি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা হয়, "বইমেলার কুকুরের ছবিটা নিয়ে নিউজ হয়েছে দেখলাম। ছবিটা এমন ভাইরাল হবে বুঝিনি। তবে এতে কুকুরগুলোর জন্য বেশ ভালো হয়েছে। অনেকেই এগিয়ে আসছেন, তাদের খাওয়াচ্ছেন, তাদেরকে ভালোবাসা দিচ্ছেন। ব্যাপারটা প্রশান্তিদায়ক। যারা এগিয়ে এসেছেন, শেয়ার করে ব্যাপারটা নজরে এনেছেন সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা। এমন কিছু কিছু জিনিস ভাইরাল হওয়া ভালোই, কল্যাণকর। 💚💚🙏"। তবে, ছবিটিতে বইমেলার স্টলে একটি কুকুর দেখা গেলেও জাফর ইকবালের স্থানে এক নারীকে অর্থাৎ ভিন্ন একজনকে দেখা যায়। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

এবারে, আলোচ্য ছবিটি (বামে) এবং উপরের ফেসবুক পোস্টটি থেকে প্রাপ্ত ছবিটি দেখুন পাশাপাশি--



এই ব্যক্তির উক্ত ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি'র ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত একটি প্রতিবেদনের লিংক যুক্ত থাকতে দেখা যায়। "ভাইরাল কুকুরের নেপথ্যের ঘটনা! | DBC NEWS SPECIAL" শিরোনামে ডিবিসি'র ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি আপলোড করা এই প্রতিবেদনেও আলোচ্য পোস্টের প্রকৃত ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের বইমেলায় একটি কুকুর খাবারের সন্ধানে স্টলের সামনে এসে দাঁড়ায়। বইমেলার একটি স্টলের বইয়ের ডিসপ্লের স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কুকুরের এই ছবিটি ধারণ করা হয়। তবে, প্রতিবেদনে দেখানো ছবিটিতে জাফর ইকবালকে দেখা যায়নি। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


আলোচ্য ছবিটি সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নাজিউর রহমান নায়েমের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। নায়েম জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বইমেলা চলাকালে তিনি ওই ছবিটি ধারণ করেন। ছবিটি তখনই ভাইরাল হয়। তবে, ছবিটিতে জাফর ইকবাল উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেন তিনি। এছাড়াও, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারির একটি ফেসবুক পোস্টে তিনি ওই ছবিটি প্রথম আপলোড করেছিলেন বলেও জানান। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

অর্থাৎ বইমেলার স্টলের সামনে দাঁড়িয়ে থাকা একটি কুকুরের ছবিকে এডিট করে তাতে লেখক জাফর ইকবালের ছবি বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং ভিন্ন একটি পুরোনো ছবিকে এডিটের মাধ্যমে জাফর ইকবালের ছবি যুক্ত করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Related Stories