HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি ইউক্রেনে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুরের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ইউক্রেনে আটকে থাকা ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের আরেকজন নাবিক আতিকুর রহমান মুন্না'র ছবি এটি।

By - Md Abdullah Khan | 3 March 2022 12:08 PM GMT

সম্প্রতি দেশের একাধিক অনলাইন পোর্টালে ও সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ থেকে একজন তরুণের ছবি দিয়ে ইউক্রেনে যুদ্ধের কারণে অলিভিয়া বন্দর চ্যানেলে আটকে পরা বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'তে রকেট হামলায় একজন মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর খবর প্রচার করা হচ্ছে। খবরগুলোতে ঐ ঘটনায় নিহত ইঞ্জিনিয়ারের নাম হাদিসুর রহমান বলে উল্লেখ করা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

আজ ৩ মার্চ মূলধারার গণমাধ্যম 'কালের কন্ঠ' অনলাইন সংস্করণ সহ একাধিক সংবাদমাধ্যমে হাদিসুর রহমানের মৃত্যু সংবাদের সাথে নির্দিষ্ট উৎস ছাড়াই এক তরুণের ছবি জুড়ে দেয়া হয়েছে। কালের কন্ঠে প্রকাশিত সংবাদের সাথে স্পষ্টভাবেই ছবির ব্যক্তি হাদিসুর রহমান বলে উল্লেখ করা হয়েছে। ফেসবুক পোস্টের স্ক্রিনশটে দেখুন--

পোস্টটির আর্কাইভ দেখুন এখানে

আলোচ্য ছবি যুক্ত করে প্রকাশিত কয়েকটি সংবাদমাধ্যমের খবর দেখুন--

কালের কন্ঠ- ইউক্রেন থেকে হাদিসুরের শেষ কথা, 'আর ভাঙা ঘরে থাকতে হবে না'

বাংলানিউজটোয়েন্টিফোর.কম-- 'দেশে ফিরেই বিয়ে করতেন হাদিসুর'

সময়ের কণ্ঠস্বর-- ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলায় নিহত আরিফের বাড়ি বরগুনায়

একই ছবি দিয়ে হাদিসুর রহমানের মৃত্যু সংবাদ প্রচার করা হয়েছে ফেসবুকের একাধিক পেজ থেকেও। 'Private University Students Alliance of Bangladesh - PUSAB' নামের ফেসবুক পেজের একটি পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন
এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি হাদিসুর রহমানের নয় বরং আতিকুর রহমান মুন্না নামে উক্ত জাহাজেরই আরেক নাবিকের।

সার্চ করার পর, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম নিউজ বাংলা২৪ ডটকম-এ "হাদিসুরের মৃত্যুতে রাশিয়ার শোক, দায় দিল ইউক্রেনকে" শিরোনামে প্রকাশিত একটি খবরের সাথে নিহত হাদিসুর রহমানের ছবি খুঁজে পাওয়া গেছে। স্ক্রিনশট দেখুন--

খবরটি পড়ুন এখানে

একই ব্যক্তির ছবি " ইউক্রেনে নিহত হাদিসুর রহমানের মরদেহ দেশে আনতে পরিবারের আকুতি" শিরোনামে মূলধারার গনমাধ্যম ডেইলি স্টার-এর অনলাইন সংস্করণেও প্রকাশিত হতে দেখা গেছে। স্ক্রিনশট দেখুন--

খবরটি পড়ুন এখানে

অর্থাৎ এটিই হাদিসুর রহমানের ছবি। 

বুম বাংলাদেশ ভাইরাল ছবির ব্যক্তির পরিচয়ও খুঁজে পেয়েছে। মূলত ছবিটি ইউক্রেনে আটকে থাকা 'বাংলার সমৃদ্ধি' জাহাজের আরেকজন নাবিক আতিকুর রহমান মুন্নার। ছবিটি মুন্না তার ফেসবুক একাউন্টেও পোস্ট করেছিলেন। আতিকুর রহমান মুন্নার বর্তমান অবস্থা জানার জন্য বুম বাংলাদেশের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত কোন প্রত্যুত্তর পাওয়া যায়নি।

Full View

প্রসঙ্গত, ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'তে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নামে এক নাবিকের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। মূলধারার সংবাদ মাধ্যম এবং দায়িত্বশীল মহলের তথ্যমতে ইউক্রেনে উক্ত হামলায় কেবল হাদিসুর রহমানই মৃত্যুবরণ করেছেন।  

সুতরাং আতিকুর রহমান নামে ভিন্ন নাবিকের ছবি দিয়ে বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'তে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু সংবাদ প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories