অভিনয়ের দৃশ্য ব্যবহার করে আওয়ামী লীগ সমর্থকের মেয়ে হত্যার বলে প্রচার
বুম বাংলাদেশ দেখছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরিকৃত একটি কন্টেন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গামছা পেচানো অবস্থায় একটি শিশুর ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; শিশুটির বাবা আওয়ামী লীগ সমর্থক ছিল তাই তাঁর শিশু কন্যাকে রডের সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়ার মাধ্যমে হত্যা করা হয়েছে। এরকম দুইটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২১শে ডিসেম্বর ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “আহা এই ছোট্ট মেয়েটির কি অপরাধ? ... বাবায় আওয়ামীলীগ করার কারণে, বাবাকে খুজে না পেয়ে মেয়েটিকে মেরে বাসার চাদে রডের সাথে গামচা দিয়ে ফাশ দিয়ে রেখে যায় বিএনপির সন্ত্রাসীরা ..." (বানান অপরিবর্তিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় বরং বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা একটি অভিনয়ের দৃশ্য। এছাড়াও ভিডিওটির নির্মাতা বুম বাংলাদেশকে জানিয়েছেন, ভিডিওটি মূলত অভিনয়ের দৃশ্য। এটি তিনি তার বিনোদনমূলক পেজে প্রকাশ করেছেন। ভিডিওতে অভিনয় করেছেন তার নিজেরই মেয়ে এবং সে সুস্থ আছে।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ফেসবুকে 'সুজন কমেডি' নামক একটি পেজে একটি ভিডিও পাওয়া যায়। প্রাপ্ত ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। এছাড়াও পেজটিতে দেখা যায় তারা নিয়মিত বিভিন্ন বিনোদনমূলক কন্টেন্ট প্রকাশ করে। দেখুন --
পরবর্তীতে পেজটির সাথে যোগাযোগ করলে বুম বাংলাদেশকে ‘সুজন কমেডি’ পেজের স্বত্বাধিকারী জানান, এই ভিডিওটিও অভিনয়ের দৃশ্য। এটি তিনি তার বিনোদনমূলক পেজে প্রকাশ করেছেন। ভিডিওতে অভিনয় করেছেন তার নিজেরই মেয়ে এবং সে সুস্থ আছে।
উল্লেখ্য এর আগেও একই পেজের আরেকটি ভিডিও নিয়ে ভুল প্রচারণার বিষয়ে পেজের স্বত্বাধিকারীর সাথে কথা বলেছিল বুম বাংলাদেশ। সেই প্রতিবেদনটি পড়া যাবে এই লিংকে।
অর্থাৎ ফেসবুকে আওয়ামী লীগ সমর্থকের শিশু কন্যাকে রডে ঝুলিয়ে হত্যার বলে প্রচারিত ভিডিওটি মূলত অভিনয়ের দৃশ্য।
সুতরাং সামাজিক মাধ্যমে অভিনয়ের দৃশ্যকে বাস্তব ঘটনার ফুটেজ বলে রাজনৈতিক সংশ্লিষ্টতা জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর




