HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মাশরাফির বক্তব্য দেওয়ার এই ভিডিওটি পুরনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সংসদ সদস্য থাকাকালে মাশরাফি বিন মর্তুজা আলোচ্য বক্তব্যটি দেন।

By - Ummay Ammara Eva | 7 Nov 2025 8:13 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুক সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বক্তব্য দেওয়ার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সবাইকে এক হয়ে শেখ হাসিনার জন্য আবারও মাঠে নামার আহ্বান জানিয়েছেন মাশরাফি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানেএখানে এখানে

গত ১৪ অক্টোবর 'Mash Narail' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "সবাইকে এক হয়ে শেখ হাসিনার জন্য আবারও মাঠে নামতে বললেন মাশরাফি!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। মাশরাফি বিন মর্তুজার বক্তব্য দেওয়ার এই ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি সংসদ সদস্য থাকাকালে নিজের আসন নড়াইলে জনসংযোগ করেন মাশরাফি। ওইদিনের জনসংযোগকালে আলোচ্য বক্তব্যটি দেন তিনি।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১১ ফেব্রুয়ারি "‘নমিনেশন কে পেল সেটা মুখ্য বিষয় নয়, নৌকাকে বিজয়ী করতে হবে’" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে সংযুক্ত করা ভিডিওটি আলোচ্য ভিডিওটির সাথে সামঞ্জস্যপূর্ণ। উক্ত প্রতিবেদনে বলা হয়, "নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, নড়াইলের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি। ইতিহাস ঘাটলে দেখা যাবে নড়াইলের আসন নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী সবচেয়ে বেশি নির্ভার থেকেছেন। আগামী জাতীয় নির্বাচনে কীভাবে আমরা প্রধানমন্ত্রীকে নড়াইলের আসনের চেয়ারটা উপহার দিতে পারি, সমস্ত বিভেদ ভুলে সকলে একত্রিত হয়ে সেজন্য কাজ করবো।" স্ক্রিনশট দেখুন--



উপরের প্রতিবেদনের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি "‘নমিনেশন কে পেল সেটা মুখ্য বিষয় নয়, নৌকাকে বিজয়ী করতে হবে’ | Mashrafe Mortaza | Narail News" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই ভিডিও প্রতিবেদনে মাশরাফিকে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিও প্রতিবেদনটিতে মাশরাফির পোশাক, অবস্থান এবং তার সাথে মঞ্চে উপস্থিত ব্যক্তিদের সাথে আলোচ্য ভিডিওটিতে মাশরাফির পোশাক, অবস্থান এবং উপস্থিত ব্যক্তিদের ভিতরে মিল দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


এবারে আলোচ্য ভিডিওটি থেকে প্রাপ্ত একটি দৃশ্য (বামে) এবং ইউটিউব ভিডিওটি থেকে প্রাপ্ত একটি দৃশ্য (ডানে) দেখুন পাশাপাশি--



এছাড়াও, বার্তা সংস্থা বাসস, দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন সমকালে প্রকাশিত প্রতিবেদন এবং অনলাইন পোর্টাল প্রতিদিনের সংবাদে প্রকাশিত সংবাদে প্রাপ্ত ছবি ও সংবাদ থেকেও একই ধরণের তথ্য খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা শান্তি সমাবেশ নামে সংঘটিত একটি জনসংযোগে আলোচ্য বক্তব্যটি দেন।

সুতরাং মাশরাফি বিন মর্তুজার বক্তব্য প্রদানের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories