HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সেনাবাহিনী প্রশিক্ষণের এই ভিডিওটি বাংলাদেশের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি তুরস্কের মিলি সাভুনমা ইউনিভার্সিটির ল্যান্ড পেটি অফিসারদের সামরিক প্রশিক্ষণের ভিডিও।

By - Mamun Abdullah | 29 April 2024 9:48 PM GMT

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে একটি সামরিক প্রশিক্ষণের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, প্রশিক্ষণরত ব্যক্তিরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। এরকম দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে

গত ২১ এপ্রিল 'Sorry Guys' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "বাংলাদেশ সেনাবাহিনী 🇧🇩👊💪💪 #viral #short #Bangladesh army।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্য্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সেনাবাহিনী প্রশিক্ষণের ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়। মূলত এটি তুরষ্কের মিলি সাভুনমা ইউনিভার্সিটির (এমএসইউ) ল্যান্ড পেটি অফিসার ভোকেশনাল স্কুলের সামরিক প্রশিক্ষণ-২০১৮ সালের ভিডিও।

ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "MSÜ Kara Astsubay Meslek Yüksekokulu 2018 Yıl Sonu Askeri Eğitimi Güç Geliştirme Parkuru" শিরোনামে 'Milli Savunma Üniversitesi' এর ইউটিউব চ্যানেলে ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওটির ৪৭ সেকেন্ডের পর থেকে ফেসবুকে প্রচারিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। তার্কিশ ভাষায় লেখা ভিডিওটির ডেস্ক্রিপশনকে অনুবাদ করে জানা যায়, MSÜ (মিলি সাভুনমা ইউনিভার্সিটি) ল্যান্ড পেটি অফিসার ভোকেশনাল স্কুলের সামরিক প্রশিক্ষণ-২০১৮ এর ভিডিও এটি। স্ক্রিনশট দেখুন-- 




পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে MSÜ (মিলি সাভুনমা ইউনিভার্সিটি) এর ওয়েবসাইটে গিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়টি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সামরিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। যা ২০১৬ সালের ৩১ জুলাই তুরষ্কের ইস্তাম্বুলে প্রতিষ্ঠিত হয়। স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর নয় বরং এটি তুরস্কের একটি সামরিক বিশ্ববিদ্যালয়ের অফিসারদের প্রশিক্ষণের ভিডিও।

সুতরাং তুরস্কের সামরিক বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories