ফেক নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত এই প্রেস রিলিজটি ভুয়া

বুম বাংলাদেশ দেখেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া প্রেস রিলিজটি ভুয়া বলে একটি পোস্টে নিশ্চিত করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

By - Mamun Abdullah | 30 Aug 2024 2:00 PM IST

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত এই প্রেস রিলিজটি ভুয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে একটি প্রেস রিলিজ পোস্ট করা হচ্ছে। যেখানে লেখা আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনে যেসব গণমাধ্যম অসহযোগিতা করেছে সেসব গণমাধ্যমকে রাষ্ট্রীয় দপ্তরগুলো যেন পৃষ্ঠপোষকতা বা বিজ্ঞাপন না দেয়। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে

গত ২৫ আগস্ট 'Днмєԁ Ѕцјөи' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে প্রেস রিলিজটি পোস্ট করে লেখা হয়, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরাবর/প্রতি সকল সরকারি, আধা সরকারি সংস্থা, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, করপোরেট প্রধান ও দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ বিষয়: মিডিয়া সতর্কবার্তা প্রিয় মহোদয়,সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনে যে সকল মিডিয়া আমাদের অসহযোগিতা করছে তাদের কোন ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না দিতে আহবান জানানো যাচ্ছে। যারা এই সতর্কবার্তা জারীর পরেও এদেরকে বিজ্ঞাপন বা অন্যকোন ধরনের পৃষ্ঠপোষকতা প্রদান করবেন তাদের পরিনতি অপমান-অপদস্ত এবং চাকুরিচ্যুতি ও পদ থেকে অপসারন। আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মিডিয়াগুলির নাম নিম্নে উল্লেখ করা হলো: প্রিন্ট মিডিয়া (বাংলা) ১। প্রথম আলো (জতীয় শত্রু) ১। ডেইলী স্টার (জাতীয় শত্রু)।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। 'মিডিয়া সতর্কবার্তা' সংক্রান্ত কোনো প্রেস রিলিজ প্রচার করা হয়নি বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন।

কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য প্রেস রিলিজের প্রেক্ষিতে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য প্রেস রিলিজটি ভুয়া বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এর ফেসবুক পেজে ২৫ আগস্ট একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, এই প্রেস রিলিজটি ভুয়া। এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই। পোস্টটি দেখুন--

Full View


বিষয়টি সম্পর্কে আরো নিশ্চিত হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের কাছে জানতে চাইলে তিনি বুম বাংলাদেশকে জানান, "আমরা এমন কোনো বিজ্ঞপ্তি দেইনি। এটি ভুয়া।"

অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে 'মিডিয়া সতর্কবার্তা' সংক্রান্ত একটি ভুয়া প্রেস রিলিজ প্রচার করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন কোনো প্রেস রিলিজ প্রকাশ করেনি।

সুতরাং 'মিডিয়া সতর্কবার্তা' বিষয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ভুয়া প্রেস রিলিজ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর। 

Related Stories