HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিএনপির ঝালকাঠি জেলা কমিটি বিলুপ্তিকরণের এই প্রেস রিলিজটি ভুয়া

আলোচ্য প্রেস রিলিজটি ভুয়া বলে বুম বাংলাদেশকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

By - Ummay Ammara Eva | 29 April 2025 7:50 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ঝালকাঠি জেলার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে

গত ২৩ এপ্রিল 'Jhalokati Tv' নামে একটি ফেসবুক পেজ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি শেয়ার করা হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিটিতে লেখা থাকতে দেখা যায়, "প্রেস বিজ্ঞপ্তি। আজ ২৩ এপ্রিল ২০২৫ইং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসাথে, আসন্ন কাউন্সিল আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দুই সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। গঠিত আংশিক কমিটি নিম্নরূপঃ জনাব রফিকুল ইসলাম জামাল- সভাপতি। জনাব মাহাবুবুল হক নান্নু- সাধারণ সম্পাদক। উল্লেখ্য, আগামী ২৩ মে ২০২৫ তারিখের মধ্যে কেন্দ্র প্রদত্ত কমিটির মাধ্যমে ঝালকাঠি জেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য প্রেস রিলিজিটি দাবিটি সঠিক নয়। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত সংক্রান্ত আলোচ্য প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে বিএনপির ঝালকাঠি জেলা কমিটি বিলুপ্ত করার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচ্য প্রেস রিলিজে উল্লেখ করা হয় তারিখ ২৩ এপ্রিল ধরে সার্চ করেও করে দলটির অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও এরকম কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এদিকে ফেসবুকে আলোচ্য প্রেস বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়লে এর সত্যতা জানতে দলটির মিডিয়া সেলের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আলোচ্য প্রেস রিলিজটি ভুয়া বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

অর্থাৎ আলোচ্য পোস্টে যুক্ত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। বিএনপির ঝালকাঠি জেলা কমিটি বিলুপ্তের তথ্যটি সঠিক নয়।

সুতরাং ভুয়া প্রেস রিলিজ তৈরি করে বিএনপির ঝালকাঠি জেলা কমিটি বিলুপ্তের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories